পরগাছা বড়ই গাছে আবার নতুন স্বপ্ন-
নতুন আশা যেনো টক টক ঝক ঝক করছে!
কতটুকু বা জোর করে পাওয়া যায় ভালবাসা
জৈষ্ঠ্যমধু কণ্ঠে আর কত বার পিপাসা লাগাবে?
রাত ফুরায় সূর্য তাপে ক্লান্ত- তবু কাটা পায়ে
রক্তাক্ত মিছিল যেনো নীরব নিস্তব্ধ, অনুভবের মাঠে;
বিশ্বাসের কি আসে যায়! জোর করেপাতা ছিড়া যায়
শুধু বড়ই মিষ্টির এতোটুকু জানাবার নাই
অথচ আজও বিদ্বেষী চুকো মনোভাব;
তাহলে কি আবার নতুন ভাবে স্বপ্ন দেখা
প্রতারনা ছলনার দীর্ঘ লাইন আর কত লম্বা হবে পথ;
আমি তো মৃত্যু প্রায়! ক্ষীণ যাত্রী লোভের অভিলয়
এভাবেই থাকতে চাই সীমানা মুখর যত সব পথ।
১০ ফাল্গুন ১৪২৮ ২৩ ফেব্রুয়ারি ২২
কবিতা পাঠের লিং- https://youtu.be/XZzfcS1lht8
দারুণ
জি কবি আলম দা পাঠ করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——–
অসাধারণ লিখেছেন
একরাশ মুগ্ধতা রেখে গেলাম।
জি কবি মহী দা পাঠ করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—
অতুলণীয় অনুভবের ছোঁয়া কবি দা।
আন্তরিক শুভ কামনা জানবেন সতত।
জি কবি লিটন দা কষ্ট করে পাঠ করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—
আজও বিদ্বেষী চুকো মনোভাব;
তাহলে কি আবার নতুন ভাবে স্বপ্ন দেখা
প্রতারণা ছলনার দীর্ঘ লাইন আর কত লম্বা হবে পথ;