শিক্ষার আলো

অক্ষর বৃত্ত ছন্দ ৮+৬

জ্ঞান আহরণ করো নাও ভালো শিক্ষা
সত্যের পথেই চলো এটা হবে দীক্ষা।
হারিলে পেয়ো না ভয় করো তবে চেষ্টা
সফলতা আসিবে তো চেষ্টার শেষটা।

জ্ঞান অর্জন করেই ছাড়ো তারই আলো
জ্ঞানের আলোতে যাবে পৃথিবীর কালো
কুপ্রথা দূর করিতে সবে মিলে চলো
শিক্ষা শ্রেষ্ঠ শিক্ষা শ্রেষ্ঠ সবে তবে বলো।

ভালো কিছু সৃষ্টি জন্য চলো মিলে সবে
জনমনে জ্ঞান দৃপ্ত ছড়াও তো তবে
ধরার বুকেতে কিছু শিক্ষা ছাড়া নাই
সবই প্রভুর বিধান শিক্ষা করো তাই।

জীবনের স্বাদ সত্যে মিথ্যায় তো কষ্ট
জীবন চলার পথে স্বপ্ন হবে নষ্ট।
শিক্ষিত জনের প্রাণ পৃথিবীতে সেরা
তাদের জীবন সদা স্বপ্ন দিয়ে ঘেরা।

শিক্ষিত হও সকলে এ জীবন নদে
হবে না কো কোনো ভুল প্রাণ পদে পদে।
ঘরের কোণে থেকো না সত্য শিক্ষা করো
ধরার বুকে সর্বদা সত্য পথ ধরো।

রচনাকালঃ
০৮/০৮/২০২১

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

2 thoughts on “শিক্ষার আলো

  1. শিক্ষিত হও সকলে এ জীবন নদে
    হবে না কো কোনো ভুল প্রাণ পদে পদে।
    ঘরের কোণে থেকো না সত্য শিক্ষা করো
    ধরার বুকে সর্বদা সত্য পথ ধরো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. সুন্দর মন্তব্য করেছেন। 

      শুভকামনা রইল।। 

      https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Trumpet.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।