নিঃসঙ্গতা নেই

হাতের পিঠে হাত,
মুখভর্তি সাদা আলো, দাঁতের মুখে দাঁত
দুটি হাতের অনেক দূর, হাটের পরে হাট ।

বুকের উপর মরুর পশু তীব্র বেগে ধায়
জঙ্গল ভর্তি মিঠা পানি নোনতা কেবা চায় !
নুনের সাথে পান্তা আছে,
প্রেম আছে, সঙ্গী আছে।
তবে কি আমার সবই আছে ?
এ তল্লাটে আমিই কি তবে এমন,
যার কেবল নেই-টাই নেই?

না না, নেই আছে,
নেই নেই, নিঃসঙ্গতা নেই।

5 thoughts on “নিঃসঙ্গতা নেই

  1. বেশ স্বতন্ত্র একটি লিখা। মাঝে মাঝে এমন হলে পাঠকদের ভালো লাগবে। :) https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।