এই যে এত দেখি জীবিকা হরদম –
কোথায় বলো জীবন থাকে? কোন অববাহিকায়?
হাতের তালুতে যেখানে রয়েছে প্রাণ;
জানো কি থাকে সেখানে?- আয়ুরেখা।
এসো জীবন,
আমাকে করো প্রত্যাখ্যান-
ধারণ করো রুদ্রমূর্তি,
বিচ্যুত মেঘ উড়ে যাক অবকাশে-
হৃদয়ে বাজাও বিদায়ের সুর।
ফুরিয়েছে আবেদন-
এই তবে হোক নিবেদন,
আসো নক্ষত্র, কাটাকুটি খেলি-
পরিণত পর্যায়ে সংলাপ হয়ে যাক প্রলাপ।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮
সেই ভালো মি. জাহিদ অনিক। জীবনের সাথে ভাব আপোষ করে নেয়াটাই ভালো।
শুভ সকাল।
অনেক অনেক ধন্যবাদ মুরুব্বী সব সময় পাশে থাকার জন্য।
দেরী করে উত্তর করে দেয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত।
হাতের তালুতে যেখানে রয়েছে প্রাণ;
জানো কি থাকে সেখানে?- আয়ুরেখা।
—– এই অংশটা বেশি ভালো লেগেছে…
অনেক অনেক ধন্যবাদ ভাই রোমেল আজিজ
দারুণ লেগেছে।
সাইদুর রহমান১ অনেক অনেক ধন্যবাদ ভাই।
কৃতজ্ঞতা।
এক রাশ মুগ্ধতা প্রকাশ করছি প্রিয় কবি দা।
ধন্যবাদ ও শুভেচ্ছা — প্রিয় কবি দিদি।
হ্যাঁ এটাই ভালো জাহিদ ভাই। পরিণত পর্যায়ে সংলাপ হয়ে যাক প্রলাপ।
অনেক অনেক ধন্যবাদ প্রিয় সৌমিত্র চক্রবর্তী
সংলাপ প্রলাপ হয়ে যায়-
ধন্যবাদ ও শুভেচ্ছা।
সমাধান আপনার কবিতায়।
কবিতায় সমাধান আছে কিনা জানি না— আপনি হয়ত খুঁজে পেলেন।
ধন্যবাদ প্রিয় কবি।
* প্রচ্ছদ কবিতা দু-ই অপূর্ব হয়েছে……
প্রচ্ছদের দিকে আপনার খেয়াল গিয়েছে দেখে অনেক অনেক ভালো লাগলো।
অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা প্রিয়
মন্তব্যের উত্তর দিতে দেরী করে ফেলায় অনেক দুঃখিত।