কানের ঠিক কিছুটা উপরে একটা পিস্তল তাক করা ,
সামনে সাজানো রয়েছে বিশাল এক পেটোয়া বাহিনী ,
পিছনেও পড়ে আছে রাজ্যের তামাম রক্ষি বাহিনী ;
কারনতো একটাই জনতাকে ওদের মতো
করতে না পারা ৷
গণতন্ত্র নামক এক দিল্লিকা লাড্ডু ঝুলিয়ে রাখা সামনে ,
একনায়কতন্ত্রকেও বৈধতা দিয়ে;নাম তার অাজ গণতন্ত্র ,
স্বার্বভৌমত্ব ভেবে ছিনিয়ে নিয়ে দেখি সেও এক ষড়যন্ত্র ,
সব তন্ত্রেরই ঠিক একই মন্ত্র যা জনতার
কাপর খোলে ৷
স্বৈরাতন্ত্রের নিয়মিত চলাচল আজকে আমার রন্ধ্রে-রন্ধ্রে ,
স্বাধীনতা’তো হলো এক ট্রাম কার্ড তার জুয়ার টেবিলে বসে ,
সব তন্ত্রকেই দেখি দিনের শেষে স্বার্থতন্ত্রেই
গিয়ে মিশে ,
বাম ঘরামী স্বভাব আমার সেতো শুধুই আপন দম্ভে ৷
এর থেকে উত্তোরণ কি ?
নিজেকে বদলাতে হবে
দীর্ঘকালীন বা একদলীয় শাসন শোষণ ব্যবস্থায়; জনগন একসময় বিপন্ন বোধ করে।
ঠিক বলেছেন মুরব্বী
হ্যা, ঠিকই বলেছেন- সব তন্ত্রের মন্ত্র একটাই। ধন্যবাদ প্রিয় কবি কাজী জুবেরি মোস্তাক
ভালোবাসা অহর্নিশ প্রিয়
আরও ভাল থাকুক আপনার পারিপার্শ্বিকতা আর দেশের বাস্তব প্রবাহ এই প্রত্যাশা করি।
এই কামনাই সতত
আপনি ভালো লেখেন বিশ্বাস করি। কিন্তু এমন সিরিয়াস লেখায় নিজের ছবিকে প্রচ্ছদ তৈরীর কারণ বুঝতে পারলাম না ভাই। আপনার জন্য শুভকামনা।
প্রচ্ছদ দিতে হয় তাই দেওয়া অন্য কোন কারন নেই দাদাভাই
প্রচ্ছদ দিতে হয় তাই দেওয়া অন্য কোন কারন নেই দাদাভাই