নারী

একজন পরিপক্ব নারীর সামনে
নিজেকে মনে হয় যেন কর ফাঁকি দেয়া ঋণখেলাপি-
কোথায় যেন – কিসে যেন –
রয়ে গেছে এক আজন্মের ঋণ।

পূর্ণবতী নারীকে আমার ‘নারী’ বলতে ভয় হয়,
তক্কে তক্কে থাকি কখন একটু ‘নারী’ বলে একান্তে ডাকতে পাব!
তাকে তাই ডাকি পরিপূর্ণ চাঁদ-
তাকে ডাকি রাত্রির বুকে জলের ছলাৎছল।

সৃষ্টি প্রজাতির সবচেয়ে স্পর্শকাতর –
সবচেয়ে আরাধ্য –
প্রাপ্তবয়স্ক নারীকে আমি ভয় পাই;
না থাকে তার কিশোরীর চপলতা
না থাকে বৃদ্ধার স্নেহ-
না সে ভালোবাসে – না করে সে অবহেলা
না টানে কাছে- না ঠেলে দূরে।

আমার অতীত বর্তমান ভবিষ্যৎ,
সবকিছু ডুবে যায় এক প্রাপ্তবয়স্কা’র চোখ সমুদ্রে।
—————————–

কবিতা- জাহিদ অনিক
ছবিতা- শায়মা আপু

14 thoughts on “নারী

  1. কবিতা এবং প্রচ্ছদে কবিতা যথেষ্ঠ আকর্ষণীয়। মুগ্ধ হলাম কবি দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. ধন্যবাদ ও কৃতজ্ঞতা কবি দিদিভাই। আপনার মন্তব্যে ভালো লাগা রইলো 

  2. আমার অতীত বর্তমান ভবিষ্যৎ,
    সবকিছু ডুবে যায় এক প্রাপ্তবয়ষ্কার চোখ সমুদ্রে।

     

    -দারুণ……

  3. আমার অতীত বর্তমান ভবিষ্যৎ,
    সবকিছু ডুবে যায় এক প্রাপ্তবয়ষ্কার চোখ সমুদ্রে।

     

    * নারীর প্রতি সম্মান মিশ্রিত ভালোবাসা… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  4. আপনার লিখা পড়লে মুগ্ধ না হয়ে পারা যায় না কবি। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  5. আমার কাছে আপনার লিখা বরাবরই অসাধারণ লাগে। অভিনন্দন মি. জাহিদ অনিক।

  6. সৃষ্টি প্রজাতির সবচেয়ে স্পর্শকাতর –
    সবচেয়ে আরাধ্য –
    প্রাপ্তবয়স্ক নারীকে আমি ভয় পাই;———চমৎকার প্রকার কবি দা 

মন্তব্য প্রধান বন্ধ আছে।