হাতের খপ্পর থেকে এক ঝটকায় যে কব্জিটা’কে ছাড়িয়ে নেবে
তারপর———
হাঁপাতে হাঁপাতে পিছনে ফিরে দেখবে- কেউ পিছু নিয়েছে কিনা;
এত বেশুমার সাহস কোথায় তোমার!
ভয় হয়? তাই না? আর যদি ফিরে না ডাকি!
বেসামাল তুমি পারবে নিজেকে সামলে নিতে?
মূলত আমার থেকে দূরে গিয়ে বাঁচার তেমন কোনো অবকাশ নেই তোমার।
ধর্মঘটের দিনগুলোতে –
পায়েচলা পথ ধ’রে যতদূরে হেঁটে যেতে চাও
যেতে পারবে? একলা একা?
বাস নেই- অটো নেই— ট্রাম নেই- মেট্রো নেই,
এমনকি আমার পা’য়ে যে পা মিলিয়ে হাঁটবে
সেই আমিও যদি না থাকি? হাঁটতে পারবে তো?
ধরনি ছাড়া হাঁটতে জানো তুমি?
এলোমেলো অবিন্যস্ত- পেঁচিয়ে যাবে না পা?
মূলত আমাকে না ধ’রে- না ছুঁয়ে হাঁটার কোন সুযোগ তোমার নেই।
যদি আমাকে পেতে চাও গরমে তুলে রাখা মোটা কাপড়ের মত
শীতে পেতে চাও ভাঁজ খোলা সুগন্ধি মাখা গরম গাউনের মত;
জানবে তুমি-
অতটা নমনীয়, সুগন্ধি মিহি মখমল আমি নই;
কিছুটা আমি রুক্ষ- চুলে মধ্যে নাক ডোবালে খুঁজে পাবে উৎকট মেছো গন্ধ;
আমাকে ভালোবেসে নাও যেমন আমি আছি- ছিলাম-থাকব।
ঘষেমেজে নিজের মত করে পেতে চাইলে আমাকে আর পেলে কোথায়?
কেননা এই সত্য জেনে ও বুঝে গেছ তুমি –
মূলত আমাকে ভালো না বেসে আর কোন উপায় নেই তোমার।
ছবিঃ Pinterest
২৮ শে অক্টোবর, ২০১৮
সাধারণত এমন কবিতায় অতিমন্তব্য চলে না। অতিস্তুতির চাইতে নিরবতা ভালো। কেবলই মুগ্ধ চোখ-স্বরে পড়ে নেয়া উত্তম। ___ অভিনন্দন প্রিয় কবি মি. জাহিদ অনিক।
মুরুব্বী-
কবিতা কতটা ভালো হয়েছে আমি জানি না।
আপনার মন্তব্য পেয়ে আশ্বস্ত হলাম। আমার একান্তই নিজস্ব কথাগুলো কবিতার মত করে লিখি, সেগুলো আপনাদের এতটা ভালো লাগে সেটা দেখেই আমি অবাক হয়ে যাই।
শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন।
শুভ সন্ধ্যা
"যদি আমাকে পেতে চাও গরমে তুলে রাখা মোটা কাপড়ের মত
শীতে পেতে চাও ভাঁজ খোলা সুগন্ধি মাখা গরম গাউনের মত;
জানবে তুমি-
অতটা নমনীয়, সুগন্ধি মিহি মখমল আমি নই;
কিছুটা আমি রুক্ষ- চুলে মধ্যে না ডোবালে খুঁজে পাবে উৎকট মেছো গন্ধ;
আমাকে ভালোবেসে নাও যেমন আমি আছি- ছিলাম-থাকব।"
বেশ ভালো লেগেছে !
কোন লাইন কোট করার নাই। সব মিলিয়ে অনেক সুন্দর।
ধন্যবাদ কবি দিদিভাই
মন্তব্য পেয়ে ভালো লাগলো।
ভালো থাকুন, সুস্থ থাকুন
শুভেচ্ছান্তে
অসাধারণ অসাধারণ কবি জাহিদ ভাই।
অশেষ ধন্যবাদ কবি সৌমিত্র চক্রবর্তী
আপনার মন্তব্যে পেলে ভালো লাগে
শুভেচ্ছান্তে
অসাধারণ এক কবিতা!
ধন্যবাদ অর্ক,
আশা করি ভালো আছেন। আপনার মন্তব্য পেয়ে ভালো লাগছে।
কৃতজ্ঞতা জানবেন
* অনেক সুন্দর একটি কবিতার জন্য ধন্যবাদ…
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জনাব মুহাম্মদ দিলওয়ার হুসাইন
শুভেচ্ছান্তে