কালের করায়তন
বিপুল আনন্দ নিয়ে ভেসে যায় হেমন্তের ফুল। পাতাগুলো
কাছে দাঁড়িয়ে দেখে ওইসব গমন। আর যে প্রাজ্ঞ আলো
সাথী হবে বলে কথা দিয়েছিল, তারাও পথ পাল্টে
অন্য সড়কে উড়ায় নিশান। রাত্রিচরী পাথর জেগে থাকে একা।
জেগে থাকে অগ্রহায়ণের নক্ষত্র। ঝুমকো লতার ছায়ায়
বিগত মুখ দেখে কান্নারত পাখি ভাবে-
দেখতে কেমন বিধাতার হস্তরেখা, যে আঙুল বাঁশরি বাজায়
সে ও কি- বোঝে ছিদ্রের বেদনা।
কালের অক্ষরে রেখাছায়া জাগে। সবিনয়ে
প্রেম তার বা’পাশে ঘুমায়।
অসাধারণ প্রিয় কবি প্রিয় ইলিয়াস ভাই। শুভদিন।
সুন্দর কবি ইলিয়াস ভাই।