বেঁচে থাকার চুক্তিপত্র

এবার না হয় নাইবা হলো-
পরের বারে যখন তুমি কাব্য লিখবে-
তোমার হাতে তিন আঙ্গুলে, দু’এক চিমটি শব্দ দিও;
এবার না হয় বেশ তুমি এই একলা থাকো
পরের বারে লিখবে যখন, তোমার কাব্যে আমায় নিও।

এই আকাশের পরের আকাশ
এই নদীটির পরের নদী;
তোমায় আমি দিলাম দিয়ে।
এই শীতের পরের শীতে
আমায় তুমি নিও টেনে তোমার গরম শালের মত;
এই বছরের পরের বছর, তোমায় আমি আর যাব না ছেড়ে
এই বছরের এই ক’টাদিন-না হয় তুমি একলাই থাকো।

বছর ঘুরে-
এই বছরের পরের বছর,
চুক্তিনামায় স্বাক্ষর রইলো- রইলো পড়ে শর্ত;
আর ক’টা দিন থাকো বেঁচে,
পরের বারে তোমায় আমি আর দেব না মরণ কামড়।

======================
@জাহিদ অনিক
ছবিঃ পিন্টারেস্ট
১৬/১১/২০১৮

10 thoughts on “বেঁচে থাকার চুক্তিপত্র

  1. এবার না হয় বেশ তুমি এই একলা থাকো
    পরের বারে লিখবে যখন, তোমার কাব্যে আমায় নিও।

     

    *  এক অসাধারণ প্রকাশ। অভিভূত প্রিয় কবি… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. এবার না হয় বেশ তুমি এই একলা থাকো
    পরের বারে লিখবে যখন, তোমার কাব্যে আমায় নিও।

    অসাধারণ উপহার মি. জাহিদ অনিক। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. কবিতাকে যারা উপহার ভাবতে পারে- তারা সত্যি মহান ও কবিতা প্রেমী। 

      ধন্যবাদ ও কৃতজ্ঞতা মুরুব্বী 

  3. প্রচ্ছদ আর কবিতার কন্টেন্ট অসাধারণ হয়েছে কবি জাহিদ দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1.  

      ধন্যবাদ রিয়া কবি দি'ভাই। 

      শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। 

      শুভ সন্ধ্যা 

  4. আপনার কবিতার ধরণ আমাতে অনুপ্রেরণা জোগায় কবি জাহিদ ভাই। মনে বিশ্বাস জাগে। শুভেচ্ছা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. থ্যাংকস কবি সৌমিত্র দা। 

      কবিতার ধরণ ভালো লাগছে সেটা জেনে সত্যিই খুশী হলাম। 
      ভালো থাকুন, সুস্থ্য থাকুন। শুভ সন্ধ্যা 

মন্তব্য প্রধান বন্ধ আছে।