জোছনা উন্মাতাল

জ্যোৎস্না রাতে জমিনে লুটিয়ে পড়ে
গলিত আগ্নেয় লাভার মত মোলায়েম চাঁদোয়া।
মানুষ চাঁদ ধরতে পারে না- আলো স্পর্শ করে,
হায় জ্যোৎস্না!
প্রেমিকার কোমল নাকের মতন, গালের মতন।

এইসব রাতে,
কে বা কারা জেগে থাকে সপ্তাহের শেষদিন।
ওদের হয়ত প্রেমিকা নেই, থাকলেও হয়তবা মরে গেছে,
কেউ কেউ ওরা নিজেকে লটকে রাখে কার্নিশে হুকের সাথে,
চড়ুই যেখানে বাসা বেঁধেছিল ভেন্টিলেটর কোটরে;
যতদূর পারে দেখে নেয়- যত লম্বা পারে নিঃশ্বাস নেয়।
শুনলে মনে হয়, অনেকদিন হয়ত ওরা দম নিতে পারে নি
মনে হয়, এক নিশ্বাস শুষে নেবে পৃথিবীর সমস্ত বিশুদ্ধ বাতাস।

রাত আরও বাড়ে-
ওরা কবিতার মত ক’রে প্রেমের চিঠি লেখে যুবতী চাঁদের কাছে,
মানুষ প্রেম বোঝে না, বিরহ বোঝে না-
মানুষ চাঁদ চেনে না, কেবল জ্যোৎস্না ধরতে চায়;
মানুষ প্রেমে পড়তে পারে না, কেবল কবিতা পড়তে পারে।

—————————–
জাহিদ অনিক
২৩/১১/২০১৮

10 thoughts on “জোছনা উন্মাতাল

  1. আপনার কবিতার সমালোচনা করার জ্ঞান আমার নেই। ঈশ্বর সবাইকে সব দেন না। আপনার লিখা গুলোন পড়ি। ভালো লাগে। ভালো লাগে জন্যই ভালো লাগা জানাই। শুভসকাল। :)

    1. ধন্যবাদ কবি দিদিভাই। 

      ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে। 

      শুভ সন্ধ্যা 

  2. প্রথম প্যারাটা পড়ে মনে হলো, জাহিদ অনিক সব সময়ই এরচে ভালো  লিখেন। পরে দ্বিতীয় প্যারা থেকে আপনার কবিতার প্রিয় রুপ দেখতে পেয়ে আনন্দিত হলাম। এর গয়নাপাতির কথা আজ নাইই বা বললাম! শেষ কটি লাইনে আমার অপার মুগ্ধতার কথা  জানিয়ে গেলাম শুধু। 

    "মানুষ প্রেম বোঝে না, বিরহ বোঝে না-
    মানুষ চাঁদ চেনে না, কেবল জ্যোৎস্না ধরতে চায়;
    মানুষ প্রেমে পড়তে পারে না, কেবল কবিতা পড়তে পারে"।

    বলতে ভুলে গেছি, এই কবিতার যেসব গয়নাপাতির কথা বলা হলোনা সেগুলির বিশুদ্ধতা কষ্টি  পাথরে যাঁচাই করা আছে।  

      

    1.  

      আপনি একদম বিশ্লেষণ করে মন্তব্য করলেন, মিঃ মিড্ ডেজারট। 
      অফুরন্ত শুভেচ্ছা ও কৃতজ্ঞতা রইলো আপনার প্রতি। 

  3. * একটা বিশুদ্ধ আধুনিক কবিতা পড়া হল… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    শুভরাত্রি। 

  4. একটি কবিতা পড়ার পর পাঠকের অন্তর গলে গলে যে অনুভূতি জন্ম নেয় তা আপনার লেখা থেকেই আসে।  কি দারণ শৈল্পিক  উল্লাসে আপনি বুনে যান "পৃথিবীর  সমস্ত বিশুদ্ধ  বাতাসের" কথা।

    "মানুষ চাঁদ ধরতে পারে না"—- এই পরিণত সত্য স্পর্শ করে জোছনার পানে ধাবিত হয়। অলীক স্বপ্নে মগ্ন হৃদয় নিঃশ্বাস নিতে গিয়ে "নিজেকে লটকে রাখে কার্নিশের হুকের সাথে" ।

    কি অদ্ভুত বোধ  ! চমৎকৃত হই । 

মন্তব্য প্রধান বন্ধ আছে।