কলম
হে কলম তুমি আল্লাহ্ প্রথম সৃষ্টি
জড় নয় যেন আস্ত জীব।
ঝড়ের গতিতে তোমার আদর্শ
হুকুম করে যাহা মনিব!
খালি করনি তো কোন হস্ত,
করিয়াছ সবারে ব্যস্ত,
ভরণপোষণ নিয়া সমস্ত।
বর্তমানে লিখে দাও আদর্শ অনাদর্শ,
আদি থেকে এখনো ব্যস্ত সব বর্ষ।
তুমি লিখে দিতে পারো,
তা কভু গ্রাহ্য কভু অগ্রাহ্য,
হুকুমতের হুকুম তোমার
করো কত সহ্য।
তুমি মৃত্যুর আগপর্যন্ত থেমোনা,
কভু আসন ছেড়ে নেমোনা।
লিখো…. আরও লিখো!
কিন্তু মানবের বুকে সত্যের
বোমা মারতে শিখো।।
(০৭/০৯/২০১৮)
মৃত্যুর আগপর্যন্ত থেমোনা,
কভু আসন ছেড়ে নেমোনা।
লিখো…. আরও লিখো!
শুভেচ্ছা জানাই!
কলম যেন না থামে কালাম ভাই এই শুভেচ্ছা রাখলাম।
মুগ্ধ হলাম!
শুভেচ্ছা রইল!
অনাদর্শের বিরুদ্ধে কলম থাক সোচ্চার। শুভেচ্ছা কবি।
মুগ্ধ হলাম!
শুভেচ্ছা জানাই!
দূর্দান্ত লিখেছেন,,,
মুগ্ধ হলাম!
প্রিয়কবি শুভেচ্ছা জানাই!