একই ভুলে;
একই কারণে
বিধিনিষেধ মেনে চলে-
থেকে যাওয়া আজীবন যেভাবে ছিলাম।
তৃতীয় বিশ্বের উন্নয়নশীল প্রেমিকা,
দর-কষাকষি করে কতটা প্রেম তুমি নিজে পাবে
আমাকেই বা কী দেবে?
সংগ্রামে না হয় স্বাধীনতা আদায় করে নেয়া যায়,
কিন্তু পরাধীনতা? তা’কে কীভাবে করব আদায়?
সংগ্রামে না হয় স্বাধীনতা আদায় করে নেয়া যায়,
কিন্তু পরাধীনতা? তা’কে কীভাবে করব আদায়?
প্রশ্ন শুধু থেকেই যায়!
প্রশ্ন থেকেই যায়, তবু উত্তর অজানা নয়–
ধন্যবাদ নিতাই বাবু
পরাধীনতায় তো স্বাধীনতা পাওয়া যাবে না মি. জাহিদ অনিক।
স্বাধীনতা পেতে চাইলে তো আজীবন পরাধীন থেকে যেতেই হবে মুরুব্বী!
ছোট ছোট কথায় আপনার কবিতায় অসাধারণ হয়ে আসে প্রিয় কবি দা।
ধন্যবাদ রিয়া দি'ভাই।
কবিতা ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো।
উন্নয়নশীল প্রেমিকা, দর-কষাকষি করে।
ধন্যবাদ, শব্দগুলো ভালো লেগেছে বুঝতে পেরে ভালো লাগছে।
পরাধীনতায়ও সুখ আছে কবি জাহিদ ভাই। ভালোবাসা।
হ্যা কবি, সৌমিত্র দা।
কবিতাটি আমার কাছে ভালো লেগেছে ভাই।
কবিতাটি ভালো লেগেছে জেনে খুব ভালো লাগছে কবি শাকিলা তুবা। ভালো থাকেবন।
এভাবেই পরাধীনতাকে জয় করতে হয় কবি দা
হ্যাঁ ভালো বলেছেন, পরাধীনতাকে জয়।
শুভেচ্ছা কবি আলমগীর সরকার লিটন