বুধ থেকে শুক্র, রবি থেকে মঙ্গল-
আজ দেখা পাইনি তোমার।
আজ সকাল থেকে সন্ধ্যা খাইনি কিছু;
আজ দেখা পাইনি তোমার
আজ শনি, আজ একাদশী তিথি।
ঘুমুচ্ছো তুমি-
রেগে নেই, ক্রোধে নেই-
অল্প একটু ভালো নেই,
ঘুমন্ত মানুষের উপর রেগে থাকতে নেই।
বুকের মধ্যে মাটি-
যার বুকে মাটি তার বুকে কথা গাছ।
আমি মরে যাব কথা না বলে-
আমি মরে যাব তোমাকে না দেখে-
আজ দেখা পাইনি তোমার
আজ শনি, আজ নির্জলা একাদশী তিথি।
আজ একাদশী তিথি। নতুন বছরে শব্দনীড়ে আপনার প্রথম কবিতা পড়লাম মনে হয়। আপনার লিখা যে ভালোই হবে সে ব্যাপারে নিঃসন্দিহান। অভিনন্দন মি. জাহিদ অনিক।
খুবই সুন্দর।
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি দা। সু সন্ধ্যা।
অভিনন্দন কবি জাহিদ অনিক ভাই।
হায় নির্জলা একাদশী তিথি। আজ নির্জলা একাদশী তিথি। দারুণ কবি জাহিদ ভাই।
পরিচ্ছন্ন সুন্দর কবিতা। শুভেচ্ছা রইলো কবি ভাই।
সুন্দর কবিতা।