বাসন্তিক বিষুবন
আলোরা কষ্ট পাচ্ছে, কষ্ট পাচ্ছে
পাখা ছাড়া উড়তে উড়তে পুড়ে যাচ্ছে
হাজারো সূর্যাস্ত
দখিনের রাস্তায় ঘুরে যাচ্ছে দীর্ঘ নিঃশ্বাস
ফুলে ধর্ণা দেয়া মৌমাছিগুলো
ফিরে যাচ্ছে, ফিরে যাচ্ছে
দেখেশুনে এসব, কষ্ট হচ্ছে।
বিগত জীবন থেকে বেরিয়েছে এই দেখো
একটা পাথর, রঙচঙে কি?
দেখে মনে হয় কারো কিছু হয়েছে কোথাও।
কোথায় কি হয়েছে? ভুল?
ভুল হয়েছে?
জীবনে কিছু ভুল হয়েছে
ভুল থেকে জীবন কষ্ট পেয়েছে।
ভুল জানতে ভাল লাগে, সুন্দর লাগে।
একরের পর একর জীবন পার হতে হতে
মখমল জুতা প্রথমে সিল্ক, সিল্ক থেকে
জলীয় হয়ে খুলে যাচ্ছে
বাকল সব খুলে যাচ্ছে
নষ্ট জীবন অনুতাপে পুড়ছে, পুড়তে পুড়তে
আলোগুলোর কষ্ট হচ্ছে, আলোরা নষ্ট হচ্ছে।
কোথায় কি হয়েছে? ভুল?
ভুল হয়েছে?
জীবনে কিছু ভুল হয়েছে
ভুল থেকে জীবন কষ্ট পেয়েছে।
এখানে চিহ্নিতকরণ আর এখানেই অনুধাবন। অভিনন্দন শুভেচ্ছা কবি বোন শাকিলা।
শুভেচ্ছা কবি সৌমিত্র চক্রবর্তী।
অপার অপার মুগ্ধতা দিদি ভাই।
ধন্যবাদ কবি রিয়া রিয়া।
আত্মোপলব্ধির অসাধারণ প্রকাশ আপনার লিখায় প্রিয় কবিবন্ধু তুবা।
অসংখ্য ধন্যবাদ বন্ধু আজাদ ভাই।
অসাধারণ স্টাইল, ভীষণ ভালো লেগেছে !
ধন্যবাদ ভাই।
কোথায় কি হয়েছে? ভুল?
ভুল হয়েছে?
জীবনে কিছু ভুল হয়েছে
ভুল থেকে জীবন কষ্ট পেয়েছে।
* অনেক সুন্দর আর্টের একটি কবিতা পড়লাম…
শুভেচ্ছা জানবেন কবি ভাই।
নষ্ট জীবন অনুতাপে পুড়ছে, পুড়তে পুড়তে, আলোগুলোর কষ্ট হচ্ছে, আলোরা নষ্ট হচ্ছে।
ধন্যবাদ কবি সুমন আহমেদ ভাই।
সত্যই অসাধারণ লেখেন আপনি তুবা আপা।
আপনাকে ধন্যবাদ আপা।
আলোরা কষ্ট পাচ্ছে, কষ্ট পাচ্ছে
পাখা ছাড়া উড়তে উড়তে পুড়ে যাচ্ছে
হাজারো সূর্যাস্ত
দখিনের রাস্তায় ঘুরে যাচ্ছে দীর্ঘ নিঃশ্বাস
ফুলে ধর্ণা দেয়া মৌমাছিগুলো
ফিরে যাচ্ছে, ফিরে যাচ্ছে
দেখেশুনে এসব, কষ্ট হচ্ছে।
অসাধারণ। অনেক শুভচ্ছা।
ধন্যবাদ কবি সাইদুর রহমান ভাই।
ভালো লাগার মতো একটি কবিতা ।
ধন্যবাদ সালজার রহমান সাবু ভাই।
ইদর র শুভেচ্ছা
ইদ রমজান
ঈদের শুভেচ্ছা আপনাকেও।