সারারাত বৃষ্টি ঘরের চালে টাপুর টুপুর-
যেন অভিমানী নর্তকীর নুপুরের শব্দ।
তুমি বলেছিলে- মেঘ ও বৃষ্টির
গোপন প্রণয়ের ইতিকথা
আর তাদেরই বিরহের আখ্যানভাগ।
সেই থেকে রাত জেগে জেগে
অভাগিনী বৃষ্টির কান্না শুনি-
নিজেরই বুকের ভেতর,
সে কাঁদে, সে অভিমান করে, সে হাসে,
নিজেরই বুকের ভেতর।
.
বৃষ্টি হলে সারারাত মেঘ ঘুমিয়ে থাকে
অবুঝ শিশুটির মতো,
বৃষ্টি হলে সারারাত শুধু আমি জেগে থাকি
চশমায় নিয়ে দু’ফোটা বৃষ্টি।
4 thoughts on “চশমায় বৃষ্টি”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
“বৃষ্টি হলে সারারাত মেঘ ঘুমিয়ে থাকে
অবুঝ শিশুটির মতো,
বৃষ্টি হলে সারারাত শুধু আমি জেগে থাকি
চশমায় নিয়ে দু’ফোটা বৃষ্টি।”
আপনার লেখা যতোই পড়ছি ততই ভালো লাগা করতেছে । শুভকামনা আপনার জন্য
অশেষ ধন্যবাদ, কবি! শুভেচ্ছা নেবেন।
অসাধারণ সুন্দর একটি প্রয়াস। আমার কাছে ভালো লেগেছে কবি। শুভেচ্ছা রইলো।
ধন্যবাদ ও শুভকামনা জানবেন, জনাব।