অপেক্ষারা শিল্পিত হউক

অপেক্ষারা শিল্পিত হউক

আমি চাই অপেক্ষারা অপেক্ষাকৃত শিল্পিত হউক
মুদ্রিত হউক পৃথিবীর সকল প্ররোচিত শকুন চোখ
উঠতি কবির মতো….
সদ্য কৈশোর পেরোনো যুবকের মতো
দুচোখে হাজার হাজার বেনারসি স্বপক্ষ স্বপ্ন আঁকুক!

সেই স্বপ্ন যেই স্বপ্ন কোনো ফ্রেমে বন্দি নয়
নন্দিনীর বাড়ন্ত বুকের পর্বত যুগলের মতো….
আকাশচুম্বী স্বপ্ন…..?
যে যুবকের উর্দির নিচে শেয়াল-কুকুর ঘুমিয়ে আছে
তার ঘুম ভাঙানোর স্বপ্ন!

সেই ঘুম যেই ঘুম পারমাণবিক বোমার তোয়াক্কা করে না
সেই ঘুম যেই ঘুম তপতীর মতো কোনো নারীর অপেক্ষ
থাকে না!
বরং বসন্তের দখিনা মৃদু মন্দ বাতাসের মতো
কোকিলের কন্ঠে লালনের একতারার মায়ামি সুরের মতো
আপাদমস্তক পরাক্রমশালী ঝড় তুলে…. সেই ঘুম!!

আমি চাই অপেক্ষারা অপেক্ষমাণ অপবাদ থেকে মুক্তি পাক
গ্রেফতার এড়িয়ে চলার বিড়ম্বনা থেকে ওরা বাঁচুক
চুমকির মতো আত্মহত্যার বদলে বজ্রের মতো প্রতিবাদী
হয়ে উঠুক…..!!

4 thoughts on “অপেক্ষারা শিল্পিত হউক

  1. তবে তাই হোক তবে তাই হোক প্রিয় কবি। অফুরান শুভেচ্ছা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. অফুরান কৃতজ্ঞতা জামান ভাইয়া।

    1. অফুরান কৃতজ্ঞতা আমির ভাই।

মন্তব্য প্রধান বন্ধ আছে।