স্রোত
আমি মৃত্যুকে বলেছি, অপেক্ষা কর।
বসো, একটু জিরিয়ে নাও, জল খাও,
আচ্ছা স্মার্টফোন আছে তোমার?
তাহলে একটা ফেসবুকে একাউন্ট খোলো।
তোমার বন্ধু তালিকায় আমাকেও রেখো।
আচ্ছা, ভাঙনের গান শুনেছো কখনো?
আমার চোখের সামনে নদী পাড় ভাঙে,
ভাঙে মুহূর্ত, ভাঙে হৃদয়, ভাঙে বিশ্বাস।
নিষ্ঠুর উল্লাসে বয়ে যায় প্রবল স্রোত।
বুকে হাত রেখে অনুভব করি স্রোত।
শেষ প্যারাটি যথেষ্ঠ আবেগ মিশ্রিত। ছোট্ট এই লিখায় মুগ্ধতা রাখছি প্রিয় কবিবন্ধু রিয়া।