এ হৃদয়ের চাবি
তবুও মাঝেমধ্যে মুদ্রিত জীবন থেকে কিছুটা
ছুটির কথা ভাবি……ভাবি
ইচ্ছে ঘুড়ির মতোন উড়ন্ত পাখির পালক হই
প্রকৃত প্রণয়ীর ডাকে প্রশস্ত হাত মেলে সাড়া দিই!
যেখানে বৃষ্টি ভেজা খেজুরের পাতা ছাতা হয়
যেখানে অশ্বত্থের ছায়া বন্ধুর মতো মায়াবী হয়
যেখানে কদমের ফুল ভুল ভাঙানো গান হয়
যেখানে সব ঝিঁঝিঁ ডাকা সন্ধ্যারা কবিতা হয়!
যেখানে স্বার্থের দামে কেউ বন্ধুত্ব কিনে না
যেখানে ময়লার দামেও বন্ধুত্ব বিকোয় না
আমি চোখে রাংতার কাজল মেখে সেখানে যাবো..
প্রথম দিবসে এমনি কতো অধিবেশনের স্বাদ নেবো!
পথে পথে মিটিয়ে নেবো চেনা-অচেনা পথেরদাবী
যেজন প্রকৃত বন্ধু, তাঁর হাতেই তুলে দেবো কমদামি
এ হৃদয়ের চাবি!
“পথে পথে মিটিয়ে নেবো চেনা-অচেনা পথেরদাবী
যেজন প্রকৃত বন্ধু, তাঁর হাতেই তুলে দেবো কমদামি
এ হৃদয়ের চাবি!”
বন্ধু দিবসের অনন্য কবিতা উপহার প্রিয় কবি। অভিনন্দন।