আধুনিক গান ♦ বৃষ্টিকে তুমি

আধুনিক গান ♦ বৃষ্টিকে তুমি

বৃষ্টিকে তুমি কাছে ডাক, আমাকে কেন ডাক না
তোমার চোখের কাজল দিয়ে, আমার ছবি তো আঁক না

* বৃষ্টির মতো আমিও দেখ, শিখে নিয়েছি কাঁদতে
তোমার চুলের নীল ফিতা দিয়ে, লালগোলাপটি বাঁধতে
ঝড়ের নদীতে নৌকো ভাসিয়ে,
খুঁজছি স্মৃতির মোহনা।।

* উজানের আলো আমাকে দিয়েছে কত ভাবনার জল
ভাটির আঁধারে সাঁতার কেটেছি, খুঁজে যে প্রেমানল
তবু কেন তুমি আমার আরতি
সাদরে গ্রহণ করো না।।

1 thought on “আধুনিক গান ♦ বৃষ্টিকে তুমি

  1. শুভেচ্ছা প্রিয় কবি গীতিকার ইলিয়াস ভাই। সালাম এবং শুভদিন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।