ফণা

ফণা

যেদিন সোনেলার মতো সোনালি গল্প আমার হাত ছুঁয়েছে
সেদিন থেকে কবিতাও কোনো এক মন্বন্তরে ঠিকানা খুঁজে নিয়েছে
যে নিয়েছে মেঠো পথ আপন করে
সে কি আর কাদামাটি, জলে ডরে?

তবুও এতোদিন পরে স্বস্তিকা এসেছে ফিরে
যে নিজেকে হারিয়ে খুঁজতেছিলো অযুত মানুষের ভিড়ে!

যে মানুষ ঘুমিয়ে স্বপ্ন দেখে, ঘুম ভাঙলেই সব মিছে হয়
যে পাথর জেগে জেগে স্বপ্ন দেখে,একদিন তা সত্যি হয়!

আমি এক স্বপ্নহীন স্বপ্নিল মানুষ, পথের ধুলিক্ণা
যেদিকে খুশি বাতাসে উড়িয়ে নিয়ে যায়, তবুও কেউ কেউ
দেখায় গোখরো সাপের ফণা!!

6 thoughts on “ফণা

  1. ‘তবুও এতোদিন পরে স্বস্তিকা এসেছে ফিরে
    যে নিজেকে হারিয়ে খুঁজতেছিলো অযুত মানুষের ভিড়ে!’

    অসম্ভব সুন্দর এই পংক্তিমালা। অভিনন্দন প্রিয় কবি। শুভ শুক্রবার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. জেগে স্বপ্নদেখা ঘুমিয়ে স্বপ্ন দেখার চেয়ে ভালো
    জেগে দেখা স্বপ্ন বাস্তবতায় রূপ দেয়া যতটা সহজ ঘুমোঘোরে তা আরো কঠিন
    বৈপরিত ধারার স্বস্তিকা সহনশীল মগজের সাথে সমানতরাল রেখায় চলে;
    তবুও বারংবার সোনালী গল্প মেঘ মুক্ত আকাশ হলে আমরাই লাভবান হবো…
    আপনার অনেক অনেক লেখা পাবো।
    শুভ কামনা থাকলো।

মন্তব্য প্রধান বন্ধ আছে।