ধর্ষিতা

ধর্ষিতা
বোদ্ধা কবি

নদী কথা বলে না
বালুচর কথা বলে মৃতের মতো
কোথাও কোথাও নদীর বুকে ধানের শিষ কথা বলে
কথা বলে জীবিত মানুষের মতো!

কখনও কখনও বড়ো প্রেম কথা বলে না
জীবিত অথবা মৃত
আমার নিষ্ফলা কবিতার মতো
তবুও অভিধান ঘাঁটাঘাঁটি করি হারানো শব্দের মতো
নদী কথা বলে না
নারীও কথা বলে না
সাগরিকা নামের বোবা মেয়েটির মতো!!

নদীও ধর্ষিত হয়
নারীও ধর্ষিতা হয়
আমার অপ্রকাশিত ধর্ষিতা কবিতার মতো!!

2 thoughts on “ধর্ষিতা

  1. শেষ স্তবকটি কবিতার সার্থকতাকে ধরে রেখেছে প্রিয় কবি। শুভ সন্ধ্যা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।