জীবনে এলে মনের দর্প

জীবনে এলে মনের দর্প

____আত্মায় মন

মন আর আত্মায়
ব্যবচ্ছেদই প্রাণীর জীবন; তা হলে মন আর আত্মা একই?
একই সুতায় গাঁথা; ঘুরে ফিরে দিন রাতের মতো
আত্মার সান্নিধ্যে মনের আবর্তন।

আত্মা সে তো সদা চরাচর
মর্তলোকে আর অনন্তলোকে; আবার অনন্তলোকে শত বাঁধা
মৃত্যু ইতি কথায় তাই প্রতীয়মান; বিনাশ হয় না কি?
প্রানীর মৃত্যু খেলায় আত্মা নিত্য সচল।

____জীবনে এলে মনের দর্প

জীবনে এলে মনের দর্প
প্রেম তারিত যেন স্বপ্নীল আকাশ; মোহ দোষ গুনে সৌম্য
চাওয়া পাওয়া অন্তধানে মগন; যেন পৃথিবীর সব তার
তারই দর্প দহনে পুড়ে জীবনভর।

দর্পে দম্ভে গরজে আকাশ পাতাল
জীবনে সচল সজিবতা আরধ্য যেন; মনের ভাবনায় আঁকা
কদাচিৎ ভুলে গেলেও; বাড়ন্ত জীবনের সহায়ক বটে
মন সে তো মনের আঁড়ালে আর্শি বুনে চলে।

_______মন সেতো তটস্থ চঞ্চল

প্রাণীর অধিকারে আত্মা নেই
আত্মা চলে যে হাওয়ার লয়; কোথায় কেমনে উর্দ্ধগগন মাঝে?
প্রাণী তাহা মোটেও নাহি জানে; জীবত কালে এর মূল্য নাহি খুঁজে
মর্তলোকে উঠবে জেগে বিপন্ন কোলাহল।

আত্মা সে তো স্বাধীন নয়!
আদেশ অনুশাসনে সদা বাধ্য; আপনি আপনারে পারে না করিতে লয়
সদা নিত্য জীবনে তার পরিচয়; প্রাণীর মৃত্যুতে সে কই লুকায়?
আদি অনন্ত জানবার মন সেতো তটস্থ চঞ্চল।

১৪২৪/১৭, কার্তিক/হেমন্তকাল।

3 thoughts on “জীবনে এলে মনের দর্প

  1. অসাধারণ অসাধারণ এবং অসাধারণ উপহার প্রিয় বন্ধু। অশেষ শুভকামনা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. প্রেম তারিত যেন স্বপ্নীল আকাশ; মোহ দোষ গুনে সৌম্য
    চাওয়া পাওয়া অন্তধানে মগন; যেন পৃথিবীর সব তার
    তারই দর্প দহনে পুড়ে জীবনভর।

     

    শুভকামনা ,ভালোবাসা রেখে গেলাম।

মন্তব্য প্রধান বন্ধ আছে।