ম নো রো গ
আমার হয়েছে মনোরোগ
রাত বড় হলেই বাড়ে কবিতা সম্ভোগ!
তবুও আড়চোখে আলো খুঁজি
তবুও ভালোবাসার মানুষ বলতে তোমাকেই বুঝি!
হোক সৌরভহীন আমার প্রহর
তবুও আলোয় ভরে উঠুক তোমার শহর!!
ম নো রো গ
আমার হয়েছে মনোরোগ
রাত বড় হলেই বাড়ে কবিতা সম্ভোগ!
তবুও আড়চোখে আলো খুঁজি
তবুও ভালোবাসার মানুষ বলতে তোমাকেই বুঝি!
হোক সৌরভহীন আমার প্রহর
তবুও আলোয় ভরে উঠুক তোমার শহর!!
মন্তব্য প্রধান বন্ধ আছে।
তবুও আলোয় ভরে উঠুক আপনার শহর প্রিয় কবি … এই প্রত্যাশা।
অফুরান কৃতজ্ঞতা জামান ভাই।
সুন্দর।
অফুরান কৃতজ্ঞতা কবি।