5 thoughts on “নাম চাই

  1. আপনার প্রস্তাবনা অথবা কিছু মতামত থাকলে পছন্দ করতে সুবিধা হতো। অপেক্ষা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

    1. আপাতত পত্রিকাটি ষান্মাসিক হিসেবে প্রকাশিত হবে। এমন একটা যেটা একই সাথে পরিবেশ প্রকৃতি এবং সাহিত্যকে কভার করে।

  2. সুতরাং এবং সাতরং।
    শব্দ সংস্কৃতি ও প্রকৃতি।
    শব্দশিল্প এবং আমাদের ঐতিহ্য।
    শব্দশৈলী এবং পরিবেশীয় অবস্থান।
    উত্তরাধিকারের শব্দ-স্বপ্নে অবারিত এই পরিবেশ।

    1. মতামত প্রদানের জন্য আন্তরিক ধন্যবাদ শ্রদ্ধেয়।

মন্তব্য প্রধান বন্ধ আছে।