সরণের পশ্চাতে থাকি তব, অতন্ত্র প্রহরী হয়ে
তাক ধিনা ধিন; তান লয় সুর সবই বাজে তবে নিঃশব্দে,
জলোচ্ছ্বাসের মতো ভেসে যায় সব আবেগ অনুভূতি
রঙিনস্বপ্ন; ধুসর করে তোলে ঝড় প্রলয়ংকরী।।
আমি আমাতে হারাই অহর্নিশ; আবার আসি ফিরে
যাক বেলা; যাক কেটে আছি অতন্ত্র প্রহরী হয়ে,
আমার প্রেমের শিহরণ, থাকুক মম হৃদয় পটে
অনেক তারার মাঝে, আছি ঐ দূর আকাশে।।
আমি আমাতে হারাই অহর্নিশ; আবার আসি ফিরে
* সুপ্রিয় কবি ইলহাম ভাই, অনেক অনেক ধন্যবাদ…
প্রতিটি লিখাই নিজস্ব ধারায় অনন্য দৃষ্টান্ত হয়ে থাকছে। অভিনন্দন স্যার।
* সুপ্রিয় প্রেরণাদাতা মুরুব্বী, সবটুকু আপনাদের প্রেরণা ও আশির্বাদের ফসল।
ভালো থাকুন নিরন্তর…
সুন্দর একটা কবিতা পড়লাম শ্রদ্ধেয় দাদা। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আশা করি ভালো থাকবেন।
* ধন্যবাদ প্রিয় কবি ও লেখক।
মন্তব্যে বেশ অনুপ্রাণিত হলাম। ভালো থাকুন সবসময়।
স্মরণের পশ্চাতে নিঃশব্দ প্রেম।
* সুপ্রিয় কবি দি, অনেক অনেক ধন্যবাদ।
আমি যে প্রেমের কথা বলছি, সেটি সরণের পশ্চাৎ= অনুসরণের কথা বলছি।
ভালো থাকুন নিরন্তর…
চমৎকার প্রকাশ করেছেন কবি দা————
* ধন্যবাদ সুপ্রিয় কবি দা…
জীবনঘেঁষা সুন্দর কবিতা।
*ধন্যবাদ সুপ্রিয়…