সে আসে ধীরে
সে এখন আসে বৈকাল হৃদ ধীরে ধীরে
খানিকটা উবু হয়ে –
মিটাতে চায় প্রথম জন্মের ঋণ,
আমি বলি, যে শোধিতে চায় পিতৃ-মাতৃ ঋণ
তার মতো কে আছে রে
এ জগতে অর্বাচীন?
যে বাতাস হাঁটে আমার ভাংগা খাটে
অথবা দৌড়ায় ব্রহ্মপুত্রের তীরে…
তেলাপোকা, টিকটিকির মতো কিছু মানুষের ভিড়ে,
সেও মাঝে মাঝে সুরের স্পর্শ টের পায়
তৃতীয়া নারীর মতো আনমনে গান গায়!
তখন অদৃশ্য গতরে গতর লেপ্টে থাকে
পাহাড়ের মতো খাড়া নাকে দোতারার সুর তোলে
সেও মহাকালকে ডাকে……..!
মৃত্যুর আগে যে মানুষ মরে
আমার বাংলা ভাষায়…
সে-ই কাপুরুষ, সে-ই আসে ধীরে ধীরে…!!
শিরোনাম এবং বক্তব্য সুন্দর হয়েছে প্রিয় কবি। শুভ সন্ধ্যা।
আন্তরিক কৃতজ্ঞতা
কবিতার কথা গুলো খুবি ভাল। অভিনন্দন দাদা।
আন্তরিক কৃতজ্ঞতা
মৃত্যুর আগে যে মানুষ মরে
আমার বাংলা ভাষায়…
সে-ই কাপুরুষ, সে-ই আসে ধীরে ধীরে…!!
সঠিক বলেছেন কবি
আন্তরিক কৃতজ্ঞতা