ক্ষ্যাপা বেখাপ্পা

ক্ষ্যাপা বেখাপ্পা

আমি
পারিনা অন্য সবার মতো
একিই ক্ষুরে মাথা ন্যাড়া করতে
তালে বেতালে
খাপ খাইয়ে চলতে
পারিনা
তেলে
মর্দনে বর্দনে গাইতে গুণগান!

পারিনা
বাইতে তরী জোয়ারের তালে
হাওয়ার পালে..
জানি
তোমাদের কাছে আমি বেখাপ্পা জীব
সজীব মনের আয়নায় নির্জীব প্রতিচ্ছবি!

কি আর করা
মানুষ বলে কথা
লাজে বে লাজে
কাজে অ কাজে সয়ে যাই ব্যাথা!

লাঞ্ছনা
ব্যঞ্জনা
আধারে ডুবেছে বিবেক
আমি তো পারি না
পূজিতে শয়তান
করিতে গাঁজাখুরি বন্ধনা!…

হোক সয়লাব,
ভাসুক মানুষ পঙ্গপালের স্রোতে
এই পারে একা আমি
আছি
মানুষের মত বাঁচতে।

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

4 thoughts on “ক্ষ্যাপা বেখাপ্পা

  1. কখনও কখনও একটি প্রচ্ছদও লিখার বক্তব্যকে ছাড়িয়ে যায়; এখানেও বোধকরি তেমন ঘটেছে স্যার। অল টাইম ইউ অ্যাবসুলিউটলি রাইট। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. অসাধারণ ব্যঞ্জনাময় লেখা কবি দা। দারুণ। তবে আপনার সরব উপস্থিতি কমে গেছে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_unsure.gif

  3. আমি তো পারি না
    পূজিতে শয়তান
    করিতে গাঁজাখুরি বন্ধনা!…

    হোক সয়লাব,
    ভাসুক মানুষ পঙ্গপালের স্রোতে
    এই পারে একা আমি
    আছি
    মানুষের মত বাঁচতেhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  4. তোমাদের কাছে আমি বেখাপ্পা জীব
    সজীব মনের আয়নায় নির্জীব প্রতিচ্ছবি!———-

মন্তব্য প্রধান বন্ধ আছে।