আকাল

আকাল

তারাদের থেকে কিছু মিটিমিটি আলো ধার
নেওয়ার স্বপ্ন দেখি
আজ-টা আমার কাছে রেখে আগামীকালটা
দুঃস্বপ্নে মুড়িয়ে রাখি!

তফাত শুধু এই যে, ভালোবাসা আর ভালো.. বাসা!
একজন স্বেচ্ছায় শ্রম দেয়
আর একজন টাকার বিনিময়ে শরীর নেয়!

যে হাত পাথরে কিল, ঘুষি দেয়
ঘামের দামে ভালোবাসা কিনে নেয়
আজকাল হেমন্তের বড় বেশি আকাল!

5 thoughts on “আকাল

  1. আজকাল হেমন্তের খুব অভাব! সত্য বলেছেন শ্রদ্ধেয় কবি। শুভকামনা সারাক্ষণ। 

  2. সুন্দর মানের কবিতা। অভিনন্দন এবং শুভেচ্ছা রইলো কবি দা।

  3. যে হাত পাথরে কিল, ঘুষি দেয়
    ঘামের দামে ভালোবাসা কিনে নেয়
    আজকাল হেমন্তের বড় বেশি আকাল!

    * অসাধারণ… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।