আলাপে আলাপে প্রলাপ
যে গাছ নুঁয়ে পড়ে ফলের ভারে
আর
যে বৃক্ষ শুয়ে পড়ে পথের ‘পরে!
আমি আমার কবিতায় একটি বৃক্ষ এবং একটি গাছের পার্থক্য খুঁজি!
আমি সূর্যকে সবিতা বলতে রাজি নই
ছেলেবেলায় বগলদাবা করে স্কুলে নিয়ে যেতাম যে পুস্তক;
সে পুস্তক নয়, সে আমার বই…!
আমি আজও কিছু কিছু মানুষকে মানুষ বলতে রাজি নই
কড়াইয়ে চাল বাজলে যেমন খই হয়… খৈ
ইদানিং প্রেম ছাড়াও তিরতির করে উঠে যায় মই
আমি দু’কড়ির লেনাদেনা শিশিরকণায় ভেস্তে যেতে দেখি
ইতিহাস বলে, যে বৃক্ষ আর গাছের পার্থক্য বুঝতে চায় না
সে-ই সবচেয়ে বড়ো মেকি . ….!!
তবুও ইদানিং আমি আলাপে আলাপে প্রলাপের গন্ধ শুঁকি!!
আমি সূর্যকে সবিতা বলতে রাজি নই
ছেলেবেলায় বগলদাবা করে স্কুলে নিয়ে যেতাম যে পুস্তক;
সে পুস্তক নয়, সে আমার বই…! ___ দারুণ অভিব্যক্তি প্রিয় কবি।
বেশ কবি দা।
দারুণ হয়েছে দাদা।
কবি তো বৃক্ষ! কোন না কোন ফল দিবেই। সুন্দর ভাবের প্রককাশ।
যে বৃক্ষ আর গাছের পার্থক্য বুঝতে চায় না
সে-ই সবচেয়ে বড়ো মেকি . ….!!
* অপূর্ব…
তবুও ইদানিং আমি আলাপে আলাপে প্রলাপের গন্ধ শুঁকি!! দুর্দান্ত