আজকে না হয় দিলে খানিক
মৃদু সুখের পরশ,
প্রেমের তরে না হয় একটু
দেখালে সৎ সাহস।
দেহ অন্তর উজাড় করে
বাসলে না হয় ভালো,
হয়তো তাতে উঠবে জ্বলে
আঁধার ঘরে আলো।
না হয় দিলে একটু ছুঁয়ে
কামনাতে মেতে,
কিছু সময় না হয় রাখলে
বাহুডোরে গেঁথে।
আজকে না হয় এই সুযোগে
সবই সপে দিলে,
পরে যদি এমন সুযোগ
ভাগ্যে আর না মেলে?
আজকে না হয় নিঃস্ব হয়ে
পূর্ণ করলে আমায়,
তাতেই আমি বাসব ভালো
সারা জীবন তোমায়।
সিম্পলি বেস্ট ওয়ান।
অসংখ্য ধন্যবাদ মুরুব্বী।
কৃতজ্ঞতা জানাচ্ছি।
ভাল থাকবেন।
আজকে না হয় থাক খানিক মৃদু সুখের পরশ। দারুণ কবি বাবু দা।
ধন্যবাদ দিদি।
ভাল থাকবেন।
সুন্দর হয়েছে কবি বাবু ভাই।
অনেক অনেক ধন্যবাদ চক্রবর্তী দা।
ভাল থাকবেন।
জনাব, বলছিলাম কি আজকে নাহয় সকল সুখ উজার করেই দিল কিন্তু আরপরে?
তার পরে আবারো একই আবদার।
অনেক ধন্যবাদ।
ভাল থাকুন।
আপনার বস কেমন আছে?