পরবাসের গল্প
চেনা বিকেলগুলো অনেক আগেই অচেনা হয়েছে
মুখ লুকিয়ে কোনোমতে বেঁচে আছে আমার আজন্ম
ভালোবাসার হরিদ্রা দুর্বাঘাস
আমিও সর্বভূমে ঠিক ঠিক মরে বেঁচে আছি
এ যে স্বীয় অন্তর্ভূমে কী চমৎকার নালায়েক পরবাস!
তবুও চৈতি হাওয়ায় চৈতন্য ফিরে পেতে কে না চায়!
সবার মতো আমিও যে তাই চাই… তাই চাই
হাজারবার, কোটিবার নয়.. আর একবার…
শুধু আর একটিবার
যেখানে পোঁতা আছে পোতাশ্রয়, হাজার রাজার ধন
সেখানেই খুঁজে ফিরি আশ্রয়, আমার এমনি জংলী মন!
যেখানে যাত্রার সূচনা আছে, শেষ ঠিকানা জানা নাই
আপনা মাঝে আমিও তাই বারবার হারায়ে যেতে চাই!!
যেখানে যাত্রার সূচনা আছে, শেষ ঠিকানা জানা নাই
আপনা মাঝে আমিও তাই বারবার হারায়ে যেতে চাই!! হৃদয়ছোঁয়া লেখা।
অনেক অনেক শুভেচ্ছা কবি জসীম ভাই।
শুধু আর একটিবার
যেখানে পোঁতা আছে পোতাশ্রয়, হাজার রাজার ধন
সেখানেই খুঁজে ফিরি আশ্রয়, আমার এমনি জংলী মন!
এই মনের পরিচয় আমরা পেয়েছি প্রিয় কবি। আপনি ভালো থাকুন।
* কবি বন্ধু, শুভ কামনা সবসময়…