প্রার্থনা
মাঝে মাঝে আমার দু’চোখ বিস্তারিত করে …
একটা চিরআরাধ্য আলো…. আসে আমার ভুবন জুড়ে
আমার ক্ষুদ্রাতিক্ষুদ্র লোকালয় তখন মহানন্দে ভাসে
সাথে সাথে আমি মাটিতে আধশোয়া হয়ে আনত হই
আমি যে আলোক ভালোবাসি, সেও আমায় ভালোবাসে!
এ সেই আলোক, যার শোভায় আলোকিত সবকিছু
তাঁর অনুগ্রহহীন কার সাধ্যি আছে, নেবে তাঁর পিছু?
আমার হাত আছে.. পা আছে, আছে মশার মতো চোখ
তাঁর অসংখ্য খানদানি চোখের একটি আমার হউক
তার সেইসব চোখে যদি আমার একটি চোখ থাকতো
তাঁর মুখ, তাঁর বুক যদি আমায় ইশারায় ডাকতো!
যে সর্বস্ব আলোক আমি আমার মাঝে মাঝেমাঝে পাই
সে আলোক সভায় আমি যেনো হাজিরা হররোজ দেখাই।
আমি যখন উপমাহীন শব্দের বাঁধন খুলে দিতে চাই
তখন আমি যেনো তাঁর থেকে কিছুটা হলেও সাড়া পাই
আমি যেনো আমার ঘরের বারান্দায় আকাশ ডাকি
নিজেকে তাঁর ভেবে তাঁর মতো থাকি… তাঁর মতো থাকি!
আমার কাছে লিখাটি ভালো লেগেছে। ভীষণ পাঠকপ্রিয় হবে বলে বিশ্বাস করি।
অসাধারন কবি জসীম ভাই। মুগ্ধ হলাম।
কোট করার মতো বেশ কিছু লাইন আপনার কবিতায় আছে প্রিয় কবি দা।