ছড়াক্কা গাঁথাঃ কাকটা

ছড়াক্কাগাঁথা : কাকটা

ফাঁকটা বুঝে কাকটা নিয়ে মাংসের পিচ দোকান থেকে-
বসলো গিয়ে
পাশের বনে-
গাছের ডালে
তৃপ্ত মনে।
ব্যাপারখানা হঠাৎ করে শেয়াল মশায় ফেললো দেখে।

লোভের লালা ঝরঝরাঝর ঝরতে থাকে শেয়ালটার-
ভাবনারা সব
ইতর ইতর-
জমতে থাকে
মাথার ভিতর।
মাংসটুকু না পেলে আর ঘুচবে নাকো এ’হাল তার।

খানিক ভেবে নেবার পরে বুদ্ধি খোলে শেয়ালটার-
গাছের তলায়
এগিয়ে গিয়ে-
মিষ্টি কথার
সুর ঝরিয়ে
বললো – ও ভাই, ভক্ত আমি ভীষণ তোমার খেয়ালটার।

মিষ্টি গানের পক্ষী তুমি- লক্ষ্মীসোনা গাও না ভাই-
একটু মজি
তোমার গানে-
ছন্দ ও সুর
জাগাই প্রাণে।
কাক ভাবে- এই প্রশংসা ঠিক আমার আছে পাওনাটাই।

আনন্দে কাক জুড়লো কা কা- পড়লো ঠোঁটের মাংসখান।
খপ করে তা’
বাড়িয়ে হা-টা
গিলেই দিলো
শেয়াল টা টা।
ধোকায় পড়ে বোকাই সেজে কাকটা মলে নিজের দু’কান।

সুযোগ পেলেই এমনি করেই ফতুর করে চতুর লোক।
মিষ্টি কথায়
ভুললে পরে-
সব হারিয়ে
বোকাই মরে।
অতিশ্লাঘার মধ্যে থাকে লুকিয়ে লোভের নষ্টচোখ।
——-
বিঃদ্রঃ লেখাটি ছড়াক্কাজনক সতীশ বিশ্বাসের ছড়াক্কা পত্রিকায় প্রকাশিত

শংকর দেবনাথ সম্পর্কে

শংকর দেবনাথ জন্মঃ ২১ অক্টোবর, ১৯৭৪ প্রকাশিত গ্রন্থ - কবিতার বইঃ ১) আত্মহনন অথবা মৈথুন ২) শিয়রে নীলাভ জ্বর ৩) পরকীয়া ঘুম ছড়ার বইঃ ১) দুধমাখা ভাত ২) টক ঝাল তেতো কড়া ৩) ফাটকা কথার টাটকা ছড়া ৪) লাগ ভেল্কি লাগ ৫) রসে কষে ভরা প্রবাদের ছড়া গল্পগ্রন্থঃ ১) দুই শালিকের গল্প ২) গাছের জন্মদিন পিডিএফ ছড়ার বই: ১. ফাটকা কথার টাটকা ছড়া ২. সুজন পাখির কূজন ৩. অথৈ প্রাণের ধারা ৪. ছন্দ মাতে বন্দনাতে ৫. কিম্ভুতকিমাকার ৬. অপ্রচলিত ছড়া ৭. আমার সুকুমার ৮. প্রাণের ঠাকুর ৯. গাছপাগলের পদ্য ১০. ছড়ায় পড়া ১১. শব্দ নিয়ে মজা ১২. ভূত আছে ভূত নেই ১৩) ঠাকুরদাদার বউ ১৪) তাই রে না না ১৫) খুশি মনে পুষি ছড়া ১৬) স্বরবর্ণের ঘর সম্পাদিত পত্রিকাঃ ছোটদের ভোরের পাখি ভেল্কি ছড়াপত্র ঠোঁটকাটা মাসিক ছড়াপত্রিকা পুরষ্কার ও সম্মাননাঃ ১। নিখিলবঙ্গ শিশুসাহিত্য সংসদ প্রদত্ত " কবি কৃত্তিবাস সম্মাননা" -২০১৮ ২। দীনবন্ধু রাখালদাস বিভূতি বিনয় একাডেমি প্রদত্ত " কবি যোগীন্দ্রনাথ সরকার সাহিত্য সম্মান -২০১৯

9 thoughts on “ছড়াক্কা গাঁথাঃ কাকটা

    1. ইটস্ মাই প্লেজার। আমি আমার মতো করে পোস্টকে দেখতে চাই। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।