ছড়াক্কাগাঁথা : কাকটা
ফাঁকটা বুঝে কাকটা নিয়ে মাংসের পিচ দোকান থেকে-
বসলো গিয়ে
পাশের বনে-
গাছের ডালে
তৃপ্ত মনে।
ব্যাপারখানা হঠাৎ করে শেয়াল মশায় ফেললো দেখে।
লোভের লালা ঝরঝরাঝর ঝরতে থাকে শেয়ালটার-
ভাবনারা সব
ইতর ইতর-
জমতে থাকে
মাথার ভিতর।
মাংসটুকু না পেলে আর ঘুচবে নাকো এ’হাল তার।
খানিক ভেবে নেবার পরে বুদ্ধি খোলে শেয়ালটার-
গাছের তলায়
এগিয়ে গিয়ে-
মিষ্টি কথার
সুর ঝরিয়ে
বললো – ও ভাই, ভক্ত আমি ভীষণ তোমার খেয়ালটার।
মিষ্টি গানের পক্ষী তুমি- লক্ষ্মীসোনা গাও না ভাই-
একটু মজি
তোমার গানে-
ছন্দ ও সুর
জাগাই প্রাণে।
কাক ভাবে- এই প্রশংসা ঠিক আমার আছে পাওনাটাই।
আনন্দে কাক জুড়লো কা কা- পড়লো ঠোঁটের মাংসখান।
খপ করে তা’
বাড়িয়ে হা-টা
গিলেই দিলো
শেয়াল টা টা।
ধোকায় পড়ে বোকাই সেজে কাকটা মলে নিজের দু’কান।
সুযোগ পেলেই এমনি করেই ফতুর করে চতুর লোক।
মিষ্টি কথায়
ভুললে পরে-
সব হারিয়ে
বোকাই মরে।
অতিশ্লাঘার মধ্যে থাকে লুকিয়ে লোভের নষ্টচোখ।
——-
বিঃদ্রঃ লেখাটি ছড়াক্কাজনক সতীশ বিশ্বাসের ছড়াক্কা পত্রিকায় প্রকাশিত
মিষ্টি কথায় ভুললে পরে-
সব হারিয়ে বোকাই মরে।
ছবি সংযোজন করার জন্য ধন্যবাদ দাদা।
ইটস্ মাই প্লেজার। আমি আমার মতো করে পোস্টকে দেখতে চাই।
আপনার সুরুচি আমাকে মুগ্ধ করে দাদা
বাহ্বা প্রিয় কবি শংকর দা। অদ্ভুত।
ধন্যবাদ অসংখ্য
শিক্ষণীয় ছড়া পদ্য নিঃসন্দেহে।
শুভেচ্ছা দিদিভাই