গুপ্তচর

গুপ্তচর

বলতে কোনো দ্বিধা নেই, এখন আমিও কাপুরুষ খেচর
সুখের জায়গাটুকুন জবরদখল করেছে সুখের আচঁড়!
সময়ের বুকে ওলাওঠার মতো জেগেছে ধাঁধার বালুচর
ফণিমনসাদের মতো এই আমিও এখন সময়ের অনুচর!

সারাদিন কোনো কাজ নেই, তবুও নেই কোনো অবসর
তবুও কেটে যায় লেজকাটা শিয়ালের প্রহরের পর প্রহর!
ক্ষয়ে যাওয়া জুতোর সুখতলারা রাজসাক্ষী হয় অনড়
আমার বলা হয়না, সময় নিজেই নিজের যথার্থ গুপ্তচর!

ঘাড়ধরা রাত্রির পর জ্যান্তফসিল হয় আরও একটি দিন
উজানে দাঁড়টানার মতো বাড়তে থাকে ভালোবাসার ঋণ
কোনো জোরাজুরি নেই, স্বেচ্ছায় গত হও অথবা অনুগত
সময়ের সীমান্তে দাঁড়িয়ে কে হতে চায় স্বঘোষিত দূর্গত?

4 thoughts on “গুপ্তচর

  1. বরাবরের মতো দারুণ কবিতা। শুভেচ্ছা কবি জসীম ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  2. কোনো জোরাজুরি নেই, স্বেচ্ছায় গত হও অথবা অনুগত
    সময়ের সীমান্তে দাঁড়িয়ে কে হতে চায় স্বঘোষিত দূর্গত?
    কেউ না কবি। আপনার জন্য শুভেচ্ছা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

  3. 'ঘাড়ধরা রাত্রির পর জ্যান্তফসিল হয় আরও একটি দিন
    উজানে দাঁড়টানার মতো বাড়তে থাকে ভালোবাসার ঋণ।' https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।