এখানে তোমাদের চোখ

দ্বিধা নেই এখানে কোনও আর
এখানে তোমাদের চোখ
কোমল বসন্ত ফিরিয়ে এনেছে আবার
বায়ূ দূষণের এই প্রখর গ্রীষ্মে ।
সমস্ত সহজ অঙ্ক ভুলে যাই আমি
দুই দুগুণে চারের নামতা
হয়ে পড়ে ছয় ।

তবে এই ভুলে যাওয়া অনেক সুখের
কারণ এখানে তোমাদের চোখ
আমার চোখে জেগে রয় ।

13 thoughts on “এখানে তোমাদের চোখ

  1. বায়ূ দূষণের এই প্রখর গ্রীষ্মে সমস্ত সহজ অঙ্ক ভুলে যাই আমি। নন্দিত প্রকাশ। 

  2. বায়ূ দূষণের এই প্রখর গ্রীষ্মে – সুন্দর প্রকাশ। ভাল লেগেছে। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।