অপেক্ষা
তারপরও বসে আছি চৈত্রের হাওয়া গায় মাখিয়ে;
ক্লান্ত সময় কপোলের আবিরের মত মুছে যায় না,
স্মৃতির গহীনে বসে থাকে নেশাখোর মানুষের মত।
জৈবিক তাড়নার থেকে মানসিক সুখ জীবনের
গভীরতা ছুঁয়ে যায় অনেক বেশী। নষ্ট প্রহরের প্রাপ্তি গুলোই
স্ফটিক হয়ে থেকে যায়। নিরুত্তর মানুষের জন্যেই কিছু কিছু
প্রগতি থমকে গিয়ে দগদগে উনুনে মাছ ভাত রান্না করে।
স্বীকার করতে দোষ নেই রাতের আঁধারে আমিও কাল্পনিক
বালক হয়ে উৎসে খুঁজেফিরি তৃষ্ণার জল;
আবার দিনের বেলায় ধার্মিক পুরুষ।
তারপরও বসে থাকি, তারপরও বসতে হয়
চৈত্র দিনের শেষে আধো ফোটা চাঁদের আলোয়
সঞ্চিত উষ্ণতা নিয়ে প্রণয়ীর চপলা আঙ্গুল
কিংবা বৈশাখী ঠোঁটের ঝড়ের আশায়।
স্বীকার করতে দোষ নেই রাতের আঁধারে আমিও কাল্পনিক
বালক হয়ে উৎসে খুঁজেফিরি তৃষ্ণার জল;
আবার দিনের বেলায় ধার্মিক পুরুষ।
সুন্দর কথা কাব্য খেয়ালী ভাই।
সঞ্চিত উষ্ণতা নিয়ে প্রণয়ীর চপলা আঙ্গুল
কিংবা বৈশাখী ঠোঁটের ঝড়ের আশায়।
অপেক্ষা যেন প্রলম্বিত না হয় এই প্রত্যাশা। শুভেচ্ছা শুভ সকাল বন্ধু খেয়ালী মন।
তারপরও বসে থাকি, তারপরও বসতে হয়, চৈত্র দিনের শেষে আধো ফোটা চাঁদের আলোয়। দারুণ কবি খেয়ালী ভাই।
চমৎকার প্রিয় কবি মন দা। আপনাকে দেখছি না কেন ?
চলুক কবিতা।
সুন্দর লিখেছেন খেয়ালী মন ভাই।
সুন্দর গোছানো কবিতা।