প্রতিশোধ
একটা সময় কিছু কবিতা গল্প হতো, উপন্যাস হতো
এখন আর কোনো কিছুই হয় না…..
বড়জোর কড়া নিরাপত্তায় নিরাকপড়া আকাশ হয়!
অথবা নিছক কিছু আগুনের ফুলকি হয়
যারা কোনো এক দুঃস্বপ্নের রাতের জিন্দালাশের মতো
না শুয়ে থাকে আর না দাঁড়িয়ে থাকে!
তবুও আমি আচানক স্বপ্নের ঘোর কাটাতে পারিনা
মানুষের মতো মেরুদণ্ড সোজা রেখে দাঁড়াতে পারিনা
যে অন্ধ কোনোকিছু না দেখেও সবকিছু দেখে
আমিও সেই অন্ধের মতো সুস্পষ্ট সবকিছু দেখি!
তবুও আমি চাই রাতের পর যেভাবে দিন জেগে উঠে
দিনের পর যেভাবে রাত জেগে উঠে
তেমনি জেগে উঠুক বোধ সর্বস্ব কিছু কিছু নির্বোধ,
তা না হলে…. পরিশেষে আমার নির্লিপ্ত কবিতারাও
একদিন নিবেই নিবে জলজ্যান্ত চরম প্রতিশোধ….!!
পরিশেষে আমার নির্লিপ্ত কবিতারাও
একদিন নিবেই নিবে জলজ্যান্ত চরম প্রতিশোধ….!!
এমনই প্রত্যাশা রাখলাম কবি। অগ্রিম অভিনন্দন আর শুভকামনা।
একটা সময় কিছু কবিতা গল্প হতো, উপন্যাস হতো। এখন আর কোনো কিছুই হয় না। ___ পরম সত্য এই উপলব্ধি প্রিয় কবি মি. জসীম উদ্দীন মুহম্মদ। ভালো থাকুন।
আপনার কবিতা আমার ভীষণ ভাল লাগে প্রিয় কবি দা।
এমন কবিতা পড়লে মনে জোশ বাড়ে। টনিক বটে। লিখার প্রেরণা পাই।
সুন্দর প্রকাশ।
শুভকামনা।
চমৎকার কবিতা।