গাঁ আমার মাটি আমার
প্রথম খণ্ড
গাঁয়ের কবিতা-১
-লক্ষ্মণ ভাণ্ডারী
গাঁয়ে আছে ছোট গাছ, ছোট ছোট বাড়ি,
রাঙা পথ গেছে চলে নদী ঘাট ছাড়ি।
গাঁয়ে আছে ছোট দিঘি কালো তার জল,
তারি মাঝে হাঁসগুলি করে কোলাহল।
গাঁয়ে আছে আম বন জাম বন পাশে,
বধূরা কলসী কাঁখে জল নিতে আসে।
ছোট এক দিঘি্ আছে পদ্মদিঘি নাম,
পানকৌড়ি দেয় ডুব নাহিক বিরাম।
গাঁয়ে অলি গলি পথ, ছোট ছোট মাঠ,
গ্রাম সীমানার পাশে অজয়ের ঘাট।
অজয়ের নদীঘা্টে মাঝি খেয়া বায়,
দিবসের শেষে রবি আলোক লুকায়।
আমাদের ছোট গ্রাম স্বর্গের সমান,
কবিতায় লিখে কবি লক্ষ্মণ শ্রীমান।
সরল লিখায় আপনার তুলনা খুব কম। অসাধারণ সব কবিতা উপহার। শুভেচ্ছা।
আমাদের ছোট গ্রাম স্বর্গের সমান, কবিতায় লিখে কবি লক্ষ্মণ শ্রীমান। অভিনন্দন কবি।
গাঁয়ে অলি গলি পথ, ছোট ছোট মাঠ,
গ্রাম সীমানার পাশে অজয়ের ঘাট।
অজয়ের নদীঘা্টে মাঝি খেয়া বায়,
দিবসের শেষে রবি আলোক লুকায়।
অজয়ের প্রতি প্রিয় ভালোবাসা রইলো কবি।
গাঁয়ের কব্তিা মনকে সরল করে দেয় প্রিয় কবি দা।
সুন্দর।
ভালো কবিতা।