কিছু না বলা কথার আস্ফালন
খুব ইচ্ছা হয় কবিতায় কিছু কথা খোলাখুলি বলি…
পারিনা। পারতে পারতেও হেরে যাই।
দৃশ্য এবং অদৃশ্যের ভয় এসে কলম নিয়ে যায়!
তবুও আহত এবং বন্দি বিড়ালের মতো মিউমিউ
থেমে নেই, থেমে নেই জন্মান্ধের মতো পথচলা;
তবে কি বাকি কথা আর কোনোদিন হবে না বলা?
কথা চালু থাকুক কবি। একরাশ শুভকামনা।
অগণন শুভেচ্ছা কবি জসীম উদ্দীন। শুভ সকাল।
কবিতায় যা মন চায় বলে ফেলুন কবি। পড়বো।
কবে হবে ভোর?
এতো ভাবাভাবির কি আছে? বলে ফেলুন না। আমরা পড়বো।
সুন্দর কবিতা।