কষ্ট প্রকাশ করতে নাই
একে চেপে রাখতে হয়,
যেমনই কষ্ট হোক
একে মনে গেঁথে নিয়ে জীবনের আর সব আনন্দ সুখের মুখে চুনকালি মাখাতে হয়।।
কারণ
আপনি তো আর অভিনেতা বা রাজনৈতিক নেতা নয়
যে
মিথ্যা তেলবাজি করে অথবা
মনে এক মুখে এক করে জগত সংসারের মন জয় করবেন।
আপনি এসব পারবেন না
আর পারবেন না বলেই আপনি আরো কষ্ট পাবেন,
এতে আপনার দেহ মন আক্রান্ত হবে
খাবারে অরুচি
রাতে অনিদ্রা আরর দীর্ঘশ্বাস বাড়তে থাকবে।
আপনাকে কেউ বুঝবে না
কেউ না
আর সবার কথা বাদ দিলাম আপনার এমন কষ্টের গভীরতাকে আপনার মা / বাবা ও বুঝবে না।
স্বামী/স্ত্রী ও বুঝবেনা
ছেলে/ মেয়েও বুঝবে না!
ভাই/বোন বুঝবে না!
বন্ধু বান্ধব ,আত্মীয় স্বজন জ্ঞ্যাতি গুষ্টি কেহই বুঝবে না!
সবাই শুধু সুখ বুঝে
আনন্দ বোঝে, হাসি বোঝে
রাশি রাশি চাপাবাজি বোঝে!
আপনার মাথায় তেল থাকলে সবাই আরো ঢালতে হুড়াহুড়ি করবে
কিন্তু যদি-
তেলের অভাবে আপনার মাথা পুড়ে যায় , জ্বলে যায়, আপনি যদি উন্মাদ হয়ে যান
কেউই আসবে না এক ফোটা জল ঢালতে!
তখন
আপনার থেকে ওরা এত দূরত্ব বজায় রাখবে যেন
আপনার গা থেকে ছুঁয়ার গন্ধ বেরুচ্ছে
ওরা আপনার মাড়ানো খড়কুটো নিয়ে টানাটানি করবে
আপনার নাম
আপনার রূপ এবং কি বাল বাছুর কেও সইতে পারবে না।
এরা কেউই বুঝবে না এই আপনি রাতের পর রাত নির্ঘুম মৃত্যু যন্ত্রণায় চটপট করেন
আপনি দেখেন-
যে আপনি সারা রাত কষ্ট বুকে এক ফোটা ঘুমাতে পারলেন না, হয়ত ক্লান্ত অশ্রান্ত হয়ে চোখ টা লেগে এলো
তখনি ডাকাডাকি শুরু হবে তেল নুনের জন্য
খানা খোরাকির জোগাড়ের জন্য
কেউ বুঝতে চাইবে না আপনারও একটা নিজস্ব মন আছে, কষ্ট আছে, সখ আহ্লাদ , স্বপ্ন আছে…
না বুঝুক
আপনি তাদের বোঝাতে যাবেন কেন?
আপনি তো অভিনেতা/ নেতা না!…
সুতরাং
মরুন!
পারলে মৃত্যুর আগে একবার মরে দেখুন
তাহলে হয়তো-
বাঁচলেও বাঁচতে পারেন।
ঠিকই বলেছেন কবি দাউদ ভাই।
বাঁচার আগে বাঁচতে হবে। সালাম প্রিয় স্যার মি. দাউদুল ইসলাম।
যাপিত জীবনের গল্প।
মৃত্যু আছে বলেই পৃথিবীটা এতো সুন্দর!
শেষের লাইনগুলো সবচেয়ে প্রিয় ছিলো। কষ্ট সবাই ভাগ করে নিতে চায়না,জীবনে আবার কিছু মানুষ আসবে যারা কষ্টও ভাগ করে নিবে। মৃত্যুর আগে মরে দেখলে সব সত্যই জানা যায়।
(অ)সুখ।