অনেকদিন চোখে সুরমা লাগাইনি…
এতোদিনে আলপথ হয়েছে গলিপথ, গলিপথ হয়েছে রাজপথ….
খাল হয়েছে আকাল
বিল হয়েছে নাকাল
তেমনি নদী হয়েছে নারী, নারীও হয়েছে বাহাদুরি!
কেবল আমি এখনও জল পাহাড়ের মূষিক ছানা
রাত হলে দিনকানা, দিন হলে রাতকানা!
তবুও অবশ্যম্ভাবী কিছু ঘটনা ঘটেই চলেছে
আসমুদ্রহিমাচল….
সমতট, হরিকেল, গৌড়,
কেবল আমার মতো কিছু দাম্ভিক জেনেও জানেনা
তারও আছে একটি সুনির্দিষ্ট, সুনিশ্চিত দৌড়!
জীবনবোধের কবিতার জয় হোক কবি জসীম ভাই।
ঐভাবেই থাকুন ভালো থাকুন কবি। অভিনন্দন।
বিল হয়েছে নাকাল তেমনি নদী হয়েছে নারী, নারীও হয়েছে বাহাদুরি! শুভেচ্ছা ভাই।
আপনার জন্য অনাবিল শুভেচ্ছা প্রিয় কবি দা।
কবির বাস্তব অনুভূতিতে মুগ্ধ হলাম।
শুভেচ্ছা কবি জসীম উদ্দীন মুহম্মদ।
সুন্দর কবিতা।
ভালো কবিতা
সুন্দর কবিতা