কোনোএক বিদ্রোহী কবির কথা

কিছু বিনিদ্র রাত্রির খতিয়ান পৃষ্ঠা আওড়াচ্ছিলাম
তেমন কাউকে পৃষ্ঠপোষক পাইনি….
না দেনাদার
আর না পাওনাদার!

আজ কোনো তরফ থেকেই তেমন কোনো সাড়া নেই
অবশেষে সপ্তর্ষিমণ্ডলে কিছুক্ষণ নিজেকে দেখলাম….
না সেখানেও কোনো উন্মাদনা নেই!
কেবল অনেক খান্দানী আলোকবর্ষ দূরে ঘোরাফেরা
করছে গুটিকয়েক শখের আলোকচিত্র শিল্পী,
ওরা নাকি আগে একবার মরেছিলো
কেন জানিনা, ওরা আবারও একবার মরতে চায়..!

আবারও কোনোএক শুভক্ষণে কোনোএক বিদ্রোহী
কবির ছবি আঁকতে চায়
যে ছবিতে কোনো কথা নেই
কেবল অসমসাহসিক প্রতিবাদী চেতনার চাষ আছে।

আমরা সবাই জানি, পরনারীর প্রতি আমাদের যেমন
আসক্তি আছে, তেমনি পরপুরুষের প্রতিও কম নয়!
আমরা সবকিছু পারি….
নিজেদের আখের যেমন গোছাতে পারি
তেমনি নাক, মুখ, কান, চোখ বন্ধ করে সবকিছু সহ্যও
করতে পারি
কেবল প্রতিবাদী হয়ে উঠতে পারিনা
নিজেদের দাঁতের মর্যাদা প্রতিষ্ঠিত করতে পারিনা…!

5 thoughts on “কোনোএক বিদ্রোহী কবির কথা

  1. ঠিক তাই কবি জসীম ভাই। অফটপিকে বলি আমার কিন্তু ভীষণ পছন্দ হয় আপনার কবিতা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif 

  2. অনেক সুন্দর একটা কবিতা। পাঠে মুগ্ধতা রেখে গেলাম। সাথে শুভেচ্ছা শুভকামনা।       

মন্তব্য প্রধান বন্ধ আছে।