শেষ বিকেলে আকাশের অহংকার
কমে যায় অনেকটাই,
তখন নরম এক আলো ছড়িয়ে পড়ে
পৃথিবীর কোনায় কোনায়
এমনকি ওই নরম আলোয় তুমিও
নতুন করে নতুন হয়ে দেখা দাও-
তোমার মতই পৃথিবীও ভালোবাসার যোগ্য হয়।
আমার মনে পড়ে না এর
আগে আমি কিভাবে বেঁচে ছিলাম!
তোমায় পাওয়ার মুহূর্তে আমার দ্বিতীয় জন্ম হয়,
ক্রমে সন্ধ্যার আকাশ আবার অহংকারী হয়
আমার মনে পড়ে তখন আমার কবিকে-
কোন এক বিকেলে কবি চেয়েছিলেন আমায় নিয়ে
কোন এক অজানা গাঁয়ে হারিয়ে যেতে…
সিম্পলি সুন্দর কবিতা। অভিনন্দন এবং শুভ সকাল প্রিয় কবি রিয়া।
শুভেচ্ছা অফুরান বন্ধু
তোমায় পাওয়ার মুহূর্তে আমার দ্বিতীয় জন্ম হয়,
ক্রমে সন্ধ্যার আকাশ আবার অহংকারী হয়
অসাধারণ। আর কি বলব…চমৎকার।
ধন্যবাদ, ভালো থাকবেন
শেষ বিকেলে আকাশের অহংকার


কমে যায় অনেকটাই,
তখন নরম এক আলো ছড়িয়ে পড়ে
পৃথিবীর কোনায় কোনায়
এমনকি ওই নরম আলোয় তুমিও
নতুন করে নতুন হয়ে দেখা দাও- অসাধারণ!!
শুভেচ্ছা অফুরান বন্ধু…
আমার মনে পড়ে তখন আমার কবিকে-
কোন এক বিকেলে কবি চেয়েছিলেন আমায় নিয়ে
কোন এক অজানা গাঁয়ে হারিয়ে যেতে…
অসাধারণ কবি রিয়া রিয়া চক্রবর্তী। পুরানো হলেও কবিতার পুনরাবৃত্তি করেছেন।
শুভেচ্ছা কবি সুমন দা।
কবিতাটি যেন শেষ বিকেলে আকাশের অহংকার কবি দিদি ভাই। অভিনন্দন।
শুভেচ্ছা কবি দিদি ভাই।
হোক এমন কোমল হৃদয়।
আপনার কবিতার ভালোবাসায় আমিও একজন।
অনুপ্রাণিত বোধ করছি প্রিয় কবি নিতাই দা। প্রণাম।
অনেক অনেক ভালো লাগলো কবিতা,
শুভেচ্ছা জানবেন
শুভেচ্ছা প্রিয় কবি দা।
সুন্দর পরিচ্ছন্ন কবিতা ভাল লাগল দিদি
শুভকামনা রইল
ধন্যবাদ প্রিয় দিদি ভাই।
গা ভাসানিয়া এমন বিকেল ও সন্ধ্যার কাব্যে– বড্ড মিস করছি আমিও আপনার কবিতার 'কবি'কে
শুভেচ্ছা দি'ভাই
আনন্দিত হলাম প্রিয় কবি দা।