কোথাও সুখের সুমন নাই

আগে আকাশ থেকে তারাখসা দেখতাম
ধুমকেতুর লেজের ধুমধাম পতন দেখতাম
আর এখন মন থেকে তারাখসা দেখি…!

এই যেমন মাঝেমাঝে নীরবতারাও উষ্মা
প্রকাশ করে..
তারাও গতির গতরে অকারণ পিষে মরে!
তবুও….
শরতের শরীরে কাশফুলের প্রণয় দেখতে
কার না ভালো লাগে?
আমি আজকাল কচ্ছপ আর মোচ্ছব এর
কথা ভাবি
অথচ পৃথিবীর কোথাও সুখের সুমন নাই
চুনোপুঁটি বলি, আর রাঘব বোয়ালই বলি
আসলে তারা কেউ ভালো নাই…কেউ নাই!!

6 thoughts on “কোথাও সুখের সুমন নাই

  1. পৃথিবীর কোথাও সুখের সুমন নাই
    চুনোপুঁটি বলি, আর রাঘব বোয়ালই বলি
    আসলে তারা কেউ ভালো নাই…কেউ নাই!! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. ভালোবাসাময় ভালোবাসার অপেক্ষায় সময় কেটে যায়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।