পথের কাছে নিজের ছায়া ফেলে দেহ নিয়ে হাঁটি
পৃথিবী হাঁটে-আমি হাঁটি, এভাবে নারীর সঙ্গে প্রথম দেখা
কুয়াশার আদিত্য দেওয়ালে নেহাতি ঠোঁট, ক’টি আঙ্গুল-
হোগলা পাতার অদূরে উদলা বাতাসে ওড়ে-
কার্তিকের শ্যামত্বকে লেপটানো কচুরিপানার মতো রূপ তার
আকুলতার ক্ষতস্থানে দাঁড়িয়ে জিগ্যেসা করি-
ওগো-আমাকে যদি তুমি করে বলো, চিনিতে পার
নেমে আসবে গন্ধহীন প্রেম, গহিন বুকে অতিথি শীত
পথের কাছে নিজের ছায়া ফেলে দেহ নিয়ে হাঁটি
আকুলতার ক্ষতস্থানে দাঁড়িয়ে জিগ্যেসা করি-
ওগো-আমাকে যদি তুমি করে বলো, চিনিতে পার।
শুভ সকালের শুভেচ্ছা স্যার।ভালবাসা ক্রমাগত
দারুন লাগলো
শুভকামনা
ভালবাসা প্রিয়। শুভেচ্ছা জানবেন
দারুন লাগলো
শুভকামনা
ওগো-আমাকে যদি তুমি করে বলো, চিনিতে পার
নেমে আসবে গন্ধহীন প্রেম, গহিন বুকে অতিথি শীত
* সুন্দর প্রকাশ….
ভালবাসা সতত এবং শুভেচ্ছা প্রিয়। প্রীতিভোর
রইল
ভালোবাসা কবি টিপু সুলতান ভাই।
সুন্দর কবিতা টিপু ভাই।
শুভেচ্ছা।
সুন্দর প্রকাশ কবি দা।