অনেক করেছি সমাহিত জলের বড়াই
অনেক করেছি নিয়তির সাথে লড়াই
আর না… আর না!
এবার এসো….
সেই জলে বড় হই, নত হই, আনত হই
অশুদ্ধাচার থেকে নির্বিবাদ শুচি হই
এসো……….ভালোবাসার দাসদাসী হই!
সমূলে উপড়ে দিই নিজেকে
উগড়ে দিই উগ্রপন্থী সব উচ্ছিষ্ট, পাকস্থলী
খালি বমি হোক… বমি!
এসো……
নিজেকে শোধরাতে শোধরাতে সাঁতার কাটি
কাল, মহাকাল
দেখো, আর কোনোদিন দুর্ভিক্ষ হবে না
হবে না ভালোবাসার আকাল!!
হয়তো আর কোনোদিন দুর্ভিক্ষ হবে না
হবে না ভালোবাসার আকাল!!
অশুদ্ধাচার থেকে নির্বিবাদ শুচি হই
এসো……….ভালোবাসার দাসদাসী হই!
বেশ লিখেছেন কবি দা।
হবে না ভালোবাসার আকাল। অবশ্যই কবি জসীম ভাই।
সুন্দর।
* শুভ কামনা কবির জন্য….