সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রাম, সাজানো সযতন।
শিল্পীর তুলিতে ছোঁয়া, যেনো ছবির মতন।
ফসলেরা মাঠে মাঠে বাতাসে কুর্নিশ।
চাষীদের মন ফসলের আশায় কাটে অহর্নিশ।
প্রকৃতির ধকল কাটিয়ে যখন আঙ্গিনা ভরে উঠে ফসলে
কিষাণ কিষাণীর মন সততই দোলে।
কোপানো, নিড়ানো, মাড়াই, বাছাইয়ে
বীজ সংরক্ষণ, গোলাজাত, প্রক্রিয়াজাতে।
পুরুষের পাশাপাশি অনন্তকাল,
নারীরাও দিচ্ছে যোগান সকাল বিকাল।
লাঙ্গলের জোয়ালে, ঘানির সারিতেও,
যেখানে প্রয়োজন দিয়েছে শ্রম নারীরাও।
হাঁস, মুরগি পশু পালনে,
হাতের ছোয়া আছে ডিম, দুধ, মাংস উৎপাদনে।
মাছ চাষে, ফুল চাষে, চা বাগানেও,
নারীর হাত কর্মী হিসাবে আছে সেখানেও।
এ সব করেনি নারী স্বীকৃতির আশায়।
বলি কবির ভাষায়…
বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর।
অর্ধেক তার গড়িয়াছে নারী অর্ধেক তার নর।
বলি কবির ভাষায়…
বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর।
অর্ধেক তার গড়িয়াছে নারী অর্ধেক তার নর।
ধন্যবাদ সাজিয়া, ভালো লাগলো নীড়ে দেখে কোথায় ছিলে কেমন ছিলে
শুভকামনা সব সময়
আজাদ ভাই না থাকায় ভালো লাগছিলো না। আমি ভালো আছি আপা।
সালাম আজাদ ভাই খুব ভাল লাগলো আপনাকে পেয়ে যেন হারানো মানিক পেলাম যুগ যুগ জিও ভাই।
ইনশাআল্লাহ আল্লাহ মুখ তুলে চাইবেন
আল্লাহ রহম করুন
বেশ অনবদ্য হয়েছি লেখাটি প্রিয় দিদি ভাই।
ধন্যবাদ দিদি খুব ভালো লাগলো পেয়ে মনে হয়েছিল যেন সব হারিয়ে ফেলেছি,… শুভকামনা সব সময়
গদ্যকে অসাধারণ কাব্য ভাবে উপস্থাপন করেছেন আপা।
ধন্যবাদ ভাইয়া ভালো লাগলো দেখে শুভকামনা সব সময়
এগিয়ে থাকুক বাংলার নারী।
ধন্যবাদ দাদা ঠিক তাই শুভকামনা অশেষ
আমাদের পরম্পরা।
ধন্যবাদ কেমন আছো এ কয় দিন নীড় একদম খালি খালি লাগছিলো ভালো থেকো শুভকামনা অনন্ত।
বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর।
অর্ধেক তার গড়িয়াছে নারী অর্ধেক তার নর।
* জয় হোক মানবতার…
ধন্যবাদ ভাইয়া ঠিক তাই মানবতার জয় হোক শুভকামনা রইল