গড়পড়তা জীবন

উদ্বেগ আর উৎকণ্ঠা আর কতো—?
এবার একটু শান্তি আর প্রশান্তির মুখ চাই
শব্দের আঁচলে হোক
প্রকৃতির নীলাচলে হোক
তবুও দুকড়ির মুখে টুকিটাকি স্বর্গ চাই
হিসাবের খাতায় লড়াই আর বড়াইয়ের অবসান চাই!

গড়পড়তা জীবন যেভাবে চলছে চলুক
আমার কোনো দেন -দরবার নাই
কাঁহাতক আমার এসবে কিছু যায় আসে না
আমি কেবল চাই —-
আমার মাথার উপরে গাছের ছায়া থাকুক
গাছের মাথার উপরে আকাশের ছায়া থাকুক!

এরপর আমি, গাছ আর আকাশ পাঁতিহাঁস
অথবা পানকৌড়ি হই
জল আর জলের তলার বিনে সুতোর মালা হই!!

10 thoughts on “গড়পড়তা জীবন

  1. আমি কেবল চাই —-
    আমার মাথার উপরে গাছের ছায়া থাকুক
    গাছের মাথার উপরে আকাশের ছায়া থাকুক!

    অভিনন্দন প্রিয় কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।