অনেক ভেঙেচুরে দেখেছি…
জীবন বলতে বলার মতোন তেমন কিছুই নেই!
জন্মের সময় যেমন উয়া উয়া কেঁদেছিলাম
এখনও তেমনি আহ উহু করেই চলেছি…!!
এসবের মাঝখানে কেবল অদল-বদল হয়েছে
চামড়ার ভাঁজ, চুলের রঙ, মুখের গরম;
হাফপ্যান্ট হয়েছে ফুলপ্যান্ট; টিশার্ট, শার্ট এরাও
হয়েছে ছোট থেকে বড়!
জীবন বলতে এর বেশিকিছু আছে কি?
বড়জোর দোলনাটা দুলতে দুলতে কবর পর্যন্ত যাবে
এই এক চিমটি সময়ের জন্য এতো আয়োজন!
আমাদের সবার কাজের কোনো শেষ নেই
আমাদের ব্যস্ততার, ত্রস্ততার সীমা-পরিসীমা নেই!
অথচ আমি পৃথিবীর সর্বত্র তন্নতন্ন করে খুঁজে দেখেছি…
এখানে কোথাও আমাদের জীবন নেই!
যা আছে তা বড়জোর মৃত্তিকা ভেদ করে উপরের
দিকে ছুটে আসা দু’একটা বুঁদবুঁদ মাত্র!
শব্দ কথায় যাপিত জীবনের বাস্তবতা পড়লাম প্রিয় কবি। শুভ সকাল।
আন্তরিক কৃতজ্ঞতা
সুন্দর কবিতা।
আন্তরিক কৃতজ্ঞতা
শুভেচ্ছা জানবেন কবি।
আন্তরিক কৃতজ্ঞতা
আন্তরিক কৃতজ্ঞতা
ভালোবাসা কবি জসীম উদ্দীন মুহম্মদ ভাই।
আন্তরিক কৃতজ্ঞতা
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি দা।
আন্তরিক কৃতজ্ঞতা