মধ্যরাতে তারার মেলা বসেছে আকাশে
স্নিগ্ধ ফুল হয়ে ঝরে পড়ছে তোমার কপাল,
ঠোঁট, গাল ও চিবুক বেয়ে।
তুমি আমি জোছনায় ভিজতে ভিজতে
ভাবছি,
এখন একান্ত হতে পারলে
মন্দ হতো না।
সেই মুহুর্তে বেজে উঠলো তোমার সেল ফোন।
তুমি ব্যস্ত হয়ে উঠলে অন্যত্র,
সহসা আহত হলো আমার হৃদয়।
বিরক্তি কর।
এই সেল ফোনগুলো এতো বেরসিক কেন?
9 thoughts on “সেল ফোন”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
সেল ফোনগুলো বেরসিকই হয় কবি
ঠিক তাই কবি মি. ইসিয়াক। সেল ফোন সময়কে কখনও বিরক্তকর ই করে তোলে।
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো প্রিয় বড় ভাই।
ভালো থাকুন সুস্থ থাকুন।
শেষ লাইনটি অসাধারণ হয়েছে কবি ইসিয়াক ভাই।
শুভকামনা জানবেন ভাইয়া ।
প্রযুক্তি বোধহয় আমাদের সবাইকে দূর করে দিচ্ছে।
ঠিক বলেছেন আপু।
ধন্যবাদ
ভালোবাসা কবি ইসিয়াক ভাই।
আজকে আপনার প্রকাশিত কবিতা পড়লাম। এই পোস্টে আপনার দেখা নাই। 
আমি মন্তব্য করতে গিয়ে not acceptable দেখাচ্ছিল। দুঃখিত ভাইয়া।